চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই - ajkerparibartan.com
চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

4:38 pm , July 16, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় চালককে অজ্ঞান করে একটি ইজিবাইকসহ মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নিয়েছে যাত্রীবেশী ছিনতাইকারীরা। পরে ইজিবাইক চালককে অজ্ঞান অবস্থায় আগৈলঝাড়া উপজেলার বাইপাস সড়কের পাশে ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। রোববার দুপুরে আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, শনিবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার বাইপাস সড়কের পাশে অজ্ঞান অবস্থায় এক ইজিবাইক চালককে অচেতন অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয়। অসুস্থ ইজিবাইক চালক উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের শামসুল হক সিকদারের ছেলে এরশাদুল হক সিকদার (৩৫)। তার ভাই রজত সিকদার জানান, ছয় মাস আগে নতুন ইজিবাইক কিনে তা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো এরশাদুল হক সিকদার। প্রতিদিনের মতো শনিবার বিকেলে ইজিবাইক নিয়ে বের হওয়ার পর আগৈলঝাড়া উপজেলা সদর থেকে যাত্রীবেশী ছিনতাইকারীরা তাকে নিয়ে গৌরনদী মৌরী ক্লিনিকের সামনে যায়। পরে ইজিবাইক চালক এরশাদুল হক সিকদারকে অচেতন করে একটি প্রাইভেটকারে নিয়ে আগৈলঝাড়া উপজেলার বাইপাস সড়কের পাশে ফেলে রেখে চলে যায় ছিনতাইকারীরা। পরে ইজিবাইক চালক এরশাদুল হক সিকদারদের কাছ থেকে একটি ইজিবাইক, মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নিয়ে যায় যাত্রীবেশী ছিনতাইকারীরা। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. বক্তিয়ার আল মামুন জানান, অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে শনিবার রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT