মেঘনা নদীতে ক্লিংকারবাহী কার্গো ডুবি মেঘনা নদীতে ক্লিংকারবাহী কার্গো ডুবি - ajkerparibartan.com
মেঘনা নদীতে ক্লিংকারবাহী কার্গো ডুবি

4:35 pm , July 16, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মেঘনা নদীতে ডুবোচরের সাথে ধাক্কা লেগে সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকারবাহী কার্গোর তলা ফেটে ডুবে গেছে। তবে কার্গোতে থাকা ১২ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শফিউল কিঞ্জল। মেঘনা নদীর মেহেন্দিগঞ্জের উলানিয়া সংলগ্ন মল্লিকপুর এলাকায় রোববার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে কালিগঞ্জ নৌ-পুলিশের এসআই ওমর ফারুক জানিয়েছেন। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শফিউল কিঞ্জল জানান, সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে ঢাকা থেকেখুলনার উদ্দেশ্যে যাচ্ছিলো প্রিমিয়াম-৫ নামের একটি কার্গো। বেলা ১১ টার দিকে মেঘনা নদীতে কার্গোর ইঞ্জিন অংশের তলা ফেঁটে যায় এবং ভেতরে পানি উঠতে থাকে। ওই সময় ঘটনাস্থলে কোষ্টগার্ড দক্ষিন জোনের কালিগঞ্জ স্টেশনের একটি টহল ঘটনাস্থলে গিয়ে ১২ জনকে উদ্ধার করেছে।
কালিগঞ্জ নৌ-পুলিশের এসআই ওমর ফারুক বলেন, খবর পেয়ে তারা গিয়ে কার্গোর লোকজনকে সরিয়ে এনেছেন। এছাড়াও কার্গো থেকে প্রয়োজনীর কিছু মালামাল উদ্ধারের সহায়তা করেছেন। ডুবোচরের সাথে ধাক্কায় তলা ফেটে ডুবে গেছে। বর্তমানে জোয়ার আসায় কার্গোর মাস্তুল ও পিছনের কিছু অংশ পানির উপরে দেখা যাচ্ছে । কার্গোর ১২ জন তাদের হেফাজতে রয়েছে। ডুবন্ত কার্গোর নিরাপত্তা ব্যবস্থা দেয়া হয়েছে।
কার্গোর চালক মো. হাসান বলেন, কার্গো ও কাঁচামাল প্রিমিয়াম সিমেন্ট কোম্পানীর। শনিবার কাঁচামাল ঢালা সিমেন্ট নিয়ে ঢাকা থেকে খুলনার বৈঠাকাটা এলাকার উদ্দেশ্যে রওনা দেন। রাতে হরিনা এলাকায় নোঙ্গর করে। সকালে ছেড়ে মেঘনা নদীর মল্লিকপুর এলাকায় পৌছুলে হঠাত করে ডুবোচরে বেধে কার্গো ঘুরে যায়। একটি জোরে শব্দ হয়। কিছু সময় পর গ্রীজাররা বের হয়ে জানায় ইঞ্জিন রুমের টোন প্লেট ফেটে পানি প্রবেশ করছে। হাসান বলেন, কার্গোতে ৯৪০ টন ঢালা সিমেন্ট ছিলো। যার আনুমানিক মুল্যে কোটি টাকা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT