সহপাঠিকে মারধরের অভিযোগে বিএম কলেজ সড়ক অবরোধ সহপাঠিকে মারধরের অভিযোগে বিএম কলেজ সড়ক অবরোধ - ajkerparibartan.com
সহপাঠিকে মারধরের অভিযোগে বিএম কলেজ সড়ক অবরোধ

4:34 pm , July 16, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ সহপাঠিকে মারধরের অভিযোগ তুলে নগরীর ব্যস্ততম বিএম কলেজের সামনের সড়ক অবরোধ করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। রোববার বেলা ১২ টা থেকে দুই ঘন্টা সড়ক অবরোধ করে নগরবাসীকে ভোগান্তিতে ফেলে। বিএম কলেজ ছাত্রলীগের উদ্যোগে সড়ক অবরোধের ঘটনা ঘটলেও সেখানে প্রকৃত কোন ছাত্রদের দেখা মেলেনি। সড়ক অবরোধকারীদের ছবি ও ভিডিও চিত্র ধারন করতে গিয়ে সাংবাদিকদের রোষানলে পড়তে হয়েছে কথিত ছাত্রলীগের নেতা-কর্মীদের। তখন পুলিশ এসে সাংবাদিকদের সরিয়ে দেয়। সাংবাদিকরা জানায়, বিএম কলেজ সড়ক অবরোধ করার খবর পেয়ে সেখানে ছুটে যান। কি দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে জানতে চাইলে অবরোধকারীদের দাবি তাদের সহপাঠিদের মারধর করা হয়েছে। কারা মারধর করেছে জানতে চাইলেও কোন সদুত্তর দিতে পারেনি। অংশগ্রহণকারী বেশিরভাগ সদস্যই জানেন না কি কারনে সড়ক অবরোধ করা হয়েছে। সড়ক অবরোধকারীরা কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। এ সময়ে পুলিশের উপস্থিতিতে এক সাংবাদিক ছবি তুলতে গেলে আন্দোলনরত কয়েকজন তার মোবাইলটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ও তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে। ঘটনাটি দেখতে পেয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেনে ও তার সাথে থাকা পুলিশ সদস্যরা সাংবাদিককে নিরাপদে সরিয়ে আনেন।
সড়ক অবরোধের এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন নগরীর আলোচিত টপ টেন মামলার অন্যতম আসামী মাজহারুল ইসলাম সোহান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT