বিয়ের লগ্নের ৪ ঘন্টা আগে মারা গেলেন বর! বিয়ের লগ্নের ৪ ঘন্টা আগে মারা গেলেন বর! - ajkerparibartan.com
বিয়ের লগ্নের ৪ ঘন্টা আগে মারা গেলেন বর!

4:23 pm , July 15, 2023

গৌরনদী প্রতিবেদক ॥ গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বপন দে (৩২) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে নিজ বাড়িতে আলোক সজ্জার লাইটিং এ বিদ্যুৎ সরবরাহ করতে গিয়ে উপজেলার বার্থী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বপন দে গৌরনদী উপজেলার বার্থী গ্রামের মৃত দীপক দের ছেলে। তিনি যশোর সেনানিবাসে কর্মরত সেনা সদস্য ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বার্থী গ্রামের মৃত দীপক দের ছেলে যশোর ক্যান্টনমেন্টে কর্মরত সেনা সদস্য স্বপন দের (৩২) বিয়ে ঠিক হয় একই উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বিল্বগ্রাম এলাকার সঞ্জয় করের কন্যা কথা করের (২৫) সাথে। দুই পরিবারের সিদ্বান্তে সামাজিক ভাবে  বিয়ের দিন ধার্য্য ছিল  শুক্রবার রাত ১০ টা ৪২ মিনিটে। বর স্বপন দেকে নেওয়ার জন্য কনের বাড়ি থেকে ৩০ জন মেহমান  শুক্রবার বিকালে বরের বাড়ি বার্থী গ্রামে আসলে তাদেরকে আপ্যায়ন করানো হয়। কনের বাড়িতে ৯টি মাইক্রোবাস যোগে ৮০ জন বরযাত্রী যাবার প্রস্তুতি নিচ্ছিল। সন্ধ্যায় কনের বাড়ীতে যাওয়ার কথা ছিলো বরযাত্রীদের।
নিহতের ছোট ভাই শয়ন দে জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আমাদের বাড়িতে আলোক সজ্জার কাজ চলছিল। ২টি মরিচ বাতিতে বিদ্যুৎ সরবরাহে বিঘœ ঘটে। সন্ধ্যা সাতটার দিকে আলোক সজ্জার  মরিচ বাতিতে বিদ্যুৎ সরবরাহ  ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ভাই সেনা সদস্য বর স্বপন দে গুরুতর আহত হয়।  এ সময়  স্বজনরা দাদা স্বপনকে  উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সদস্য স্বপন দের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে রাতেই থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT