বরিশালে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত বরিশালে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত - ajkerparibartan.com
বরিশালে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

4:21 pm , July 15, 2023

বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল অঞ্চলে ১ লক্ষ ৮০ হাজার ৬১৫ জন শিক্ষার্থী স্কুল ব্যাংকিং এ যুক্ত হয়ে ডিপোজিট করেছেন ৮৩ কোটি টাকা। সারাদেশে এখন পর্যন্ত ২৪ লক্ষ শিক্ষার্থী এই স্কুল ব্যাংকিং এ যুক্ত হয়েছে।  আর এ তথ্য জানিয়েছেন বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ফাতেমা। দেশের প্রতিটি জেলায় এই স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। যার ধারাবাহিকতায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ব্র্যাক ব্যাংকের নেতৃত্বে স্কুল ব্যাংকিং কনফারেন্স এর উদ্বোধন করেন  বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস। উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। শনিবার সকাল ৯টায় সদর রোডের সার্কিট হাউসের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী নিয়ে জেলার ৪৪টি ব্যাংকের কর্মকর্তা ও স্কুল শিক্ষার্থীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপস্থিত হন। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই স্কুল ব্যাংকিং কনফারেন্স  দিনব্যাপী কার্যক্রমে সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংকের সিনিয়র জোনাল হেড মোঃ তাহের হাসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স ম ইমানুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন  বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পরিদর্শন)  বিষ্ণুপদ কর, সোনালি ব্যাংকের জিএম গোপাল চন্দ্র গোলদার, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বেবি রাণী দে, এসএম জুবায়ের হোসেন সহ বরিশালের ৪৪ টি ব্যাংকের প্রতিনিধি ও স্কুলের শিক্ষার্থীরা। তরুণ প্রজন্মকে ব্যাংকিং খাতের আওতায় নিয়ে আসার লক্ষ্যে এই আয়োজিত এই কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে বলে জানান অতিথিবৃন্দ। তারা এ জাতীয় কার্যক্রম পরিচালনায় সহযোগিতার জন্য বাংলাদেশ ব্যাংকের ভূয়সী প্রশংসা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT