বাস-ট্রলির সংঘর্ষে চালক- হেলপারসহ নিহত ৩ বাস-ট্রলির সংঘর্ষে চালক- হেলপারসহ নিহত ৩ - ajkerparibartan.com
বাস-ট্রলির সংঘর্ষে চালক- হেলপারসহ নিহত ৩

4:15 pm , July 15, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের ছয় মাইল এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন ; এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরো তিনজ। ছয়মাইল ইউনিক পেট্রোল পাম্প এলাকায় শনিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহততরা হলো- ট্রলির চালক বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড রাজমাতা কলসগ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে এমদাদুল হক (৩৮), বাবুগঞ্জের পশ্চিম রহমতপুর বাদামতলা ৩নং ওয়ার্ড এলাকার সেন্টু হাওলাদারের ছেলে ট্রলির হেলপার নাদিম হাওলাদার ও ট্রলির শ্রমিক সিনবাদ (২৫)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একই এলাকার ফারুক হোসেনের ছেলে মো. রিয়াজ উদ্দিন (১৭), উজিরপুরের ইউসুফ আলীর ছেলে মো. নাসির উদ্দিন (৩৫) এবং বাকেরগঞ্জের হাবিবুর রহমান হাওলাদারের ছেলে মো. হামিম হাওলাদার (৩৫)।
বরিশাল ফায়ার সার্ভিস দক্ষিনের ষ্টেশন অফিসার মো. বাহাউদ্দিন জানান, বাবুগঞ্জের মানিককাঠির উদ্দেশ্যে যাচ্ছিলো ট্রলি। ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসছিলো গুনগুন ট্রাভেলসের যাত্রীবাহী বাস। ছয় মাইল ইউনিক পেট্টোল পাম্পের কাছে উভয় যান পৌছুলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রলির হেলপার নাদিমের মৃত্যু হয়। আহত ৫ জনকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রহমতপুর এলাকার বাসিন্দা রিয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাবুগঞ্জের মানিককাঠি এলাকা থেকে বালু নিয়ে মাধবপাশার রাজমাথা এলাকায় যায়। সেখানে বালু দিয়ে ফেরার পথে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলির সামনে থাকা চালক ও হেলপার মারা গেছে। গুরুতর আহত হয়েছে চার শ্রমিক।
মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ট্রলি চালক এমদাদকে মৃত ঘোষনা করা হয়েছে। এছাড়াও আহত অবস্থায় ৪ জন চিকিৎসাধীন রয়েছে।
পদির্শক লোকমান জানান, বাসের কোন যাত্রী আহত হয়নি। চালক ও সহকারী পালিয়েছেন। তবে বাস ও ট্রলি আটক করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম আজাদ জানান, আহত তিনজনের মধ্যে আরো একজনের অবস্থা আশংকাজন। দুই জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT