4:14 pm , July 15, 2023
বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খেজুরবাড়ি আশ্রায়ন ও সদর ইউনিয়নের মোট ৪৭৪ টি পরিবারের মধ্যে ২০ কেজি করে জিআর এর চাল বিতরণ করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো: শাহে আলম । শনিবার সকাল সাড়ে ১০ টায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আশ্রয়ন প্রকল্পের পরিবারের মাঝে তিনি এ চাল বিতরণ করেন। এ সময় তিনি উন্নয়নের অগ্রগতি ও শান্তি প্রতিষ্ঠার জন্য আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন উল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল ঘরামী, সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মাস্টার, সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সরিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান।