ভোলার গ্যাস অন্যত্র নিয়ে বরিশালবাসীর জন্য বর্ষসেরা দারিদ্রের ট্রফি উপহার দিয়েছে সরকার ভোলার গ্যাস অন্যত্র নিয়ে বরিশালবাসীর জন্য বর্ষসেরা দারিদ্রের ট্রফি উপহার দিয়েছে সরকার - ajkerparibartan.com
ভোলার গ্যাস অন্যত্র নিয়ে বরিশালবাসীর জন্য বর্ষসেরা দারিদ্রের ট্রফি উপহার দিয়েছে সরকার

4:14 pm , July 15, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুলাই) বরিশাল নগরের রূপাতলী, চৌমাথা, নথুল্লাবাদ ও কাশিপুর বাজারে ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন বরিশাল জেলা শাখা কমিটির উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের নবগঠিত বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী। পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশ জাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব আবুল কালাম আজাদ বাদল, বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সদস্য অধ্যাপক বীরেন রায়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, সদস্য আইউব আলী প্রমুখ। পথসভায় বক্তারা ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহার না করে ইন্ট্রাকো কম্প্যানির সাথে ঢাকায় ভোলা থেকে গ্যাস সরবরাহের চুক্তি বাতিল করার দাবি জানান। এসময় বক্তারা বলেন, সরকার ভোলা থেকে গ্যাস নিয়ে তার বন্ধু ব্যবসায়ীদের কারখানায় দিচ্ছে আর বরিশালের জন্য বর্ষসেরা দারিদ্রের ট্রফি উপহার দিচ্ছে। অগ্রাধিকারের ভিত্তিতে ভোলাসহ বরিশাল বিভাগে শিল্পাঞ্চলে ও আবাসিক খাতে গ্যাস সংযোগ দেয়ার জন্য বক্তারা জোর দাবি জানান। এসকল দাবিতে আগামী ১৮ জুলাই বরিশাল নগরের অশ্বিনী কুমার হলচত্বর থেকে বিভাগীয় কমিশনার কার্যালয় বরাবর পদযাত্রায় যোগ দেয়ার জন্য বক্তারা বরিশালবাসীর প্রতি আহবান জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT