4:14 pm , July 15, 2023

পরিবর্তন ডেস্ক ॥ দোয়া মোনাজাত ও কোরআন তেলওয়াত এর মধ্যে দিয়ে সাংবাদিক কণ্যা ফারহানা সুলতানা উর্মির মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার নগরের কাশিপুর তেঁতুলতলা এলাকার মদীনাতুল মুছলিহীন মাদরাসার মরহুমা ফারহানা সুলতানা উর্মী হিফজ খানায় আসরবাদ দোয়া-মোনাজাত ও কোরআন তেলওয়াত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর হুমায়ন কবির, প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ, সাংবাদিক জাকির হোসেন, দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক স্থপতি নূরুল হাসান সাক্ষর, বার্তা সম্পাদক মেহেদী হাসানসহ মাদ্রাসার শিক্ষক, আলেম ও শিক্ষার্থীরা। উল্লেখ্য ফারহানা সুলতানা উর্মি একাত্তরের রণাঙ্গনের মুখপত্র দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার প্রকাশক-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ এবং বরিশাল বিএম কলেজের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সুলতানা বেগম দম্পতির একমাত্র কন্যা ও সিস্টার্স ডে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক। উর্মি ২০২০ সালের ১৫ জুলাই মৃত্যুবরণ করেন।