4:13 pm , July 15, 2023

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠি জেলা ইমারত ইউনিয়নের উপদেষ্টা মো: রফিক মোল্লার উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১টায় সময় ঝালকাঠি পুরাতন স্টেডিয়ামের সামনে ইমারত শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকরিপি পেশ করে। মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, ঝালকাঠি স্টিমারঘাট এলাকার বিআইডব্লিউটিসি ভবন নির্মাণের কাজ করেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও সাব কন্ট্রাক্টর মো: রফিক মোল্লা। এসময় লঞ্চঘাট এলাকার মো: হক খলিফার ছেলে সদর উপজেলার পোনাবালিয়া ভূমি অফিস সহায়ক রাজ্জাক খলিফা ওরফে আরিফ খলিফা ইমারত শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মো: রফিক মোল্লার কাছে বুধবার বিকেলে শহরের বান্দাঘাট এলাকায় চাঁদা দাবী করেন বলে রফিক মোল্লার অভিযোগ। চাঁদা দিতে অস্বীকার করায় তার উপর হামলা করে। ভুক্তভোগীর অভিযোগ তার সঙ্গে থাকা শ্রমিকদের বেতন ১লক্ষ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় আরিফ খলিফার নেতৃত্বে কতিপয় চাঁদাবাজ। মানববন্ধনকালে বক্তারা বলেন, “চাঁদাবাজি ও হামলার অবিলম্বে বিচার করতে হবে। দোষীদের অবিলম্বে গেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী দাবী করেন তারা। তারা আরো বলেন, অভিযুক্তরা এলাকায় নানা রকম অপকর্মের সাথে জড়িত রয়েছে। এসকল অপকর্মের বিচার না হওয়ায় দিন দিন অপরাধ করে যাচ্ছে।”
এ বিষয়ে রাজ্জাক খলিফা ওরফে আরিফ খলিফা বলেন, “আমার বাবা স্টিমারঘাটের ইজারাদার। সেই সুবাদে ষ্টিমারঘাটে সবসময় আসা যাওয়া করি। এলাকাবাসীর দাবী ছিল যাত্রীদের বসার জন্য একটি বেঞ্চ নির্মাণের। ঠিকাদারের নির্দেশে রফিক রাজ একটি বেঞ্চ নির্মাণ করে দেয়। কিন্তু ওই বেঞ্চের কাজের গুনগতমান খারাপ হওয়ায় এবং প্লাষ্টার না করায় আমি শুধু প্রতিবাদ করেছি। এতে রফিক আমার উপর চড়াও হয়। আমি আত্মরক্ষায় রফিককে ধাক্কা দেই। ফলে সে কিছু লোকের কুবুদ্ধিতে আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছে।”
এদিকে ইমারত শ্রমিক নেতারা সাংবাদিকদের জানান, ২/১ দিনের মধ্যে বিষয়টির সুবিচার পাওয়া না গেলে কঠিন কর্মসূচীর ডাক দেয়া হবে।