4:37 pm , July 14, 2023

গৌরনদী প্রতিবেদক ॥ আগৈলঝাড়া পুলিশের ধাওয়ায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহজাহানকে আহবায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে তদন্ত কাজ শুরু করা হয়েছে। কমিটিকে আগামি সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।একই সাথে গৌরনদী মডেল থানার এক উপ-পরিদর্শকসহ তিন কনষ্টেবলকে লাইনে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার কমিটি গঠনের পর জড়িত চার জনকে লাইনে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) শারমিন সুলতানা রাখী। গত মঙ্গলবার দুপুরে আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকসী গ্রামে চায়ের দোকানের পিছনে পুকুর পাড়ে তাস খেলছিলো কয়েকজন। ওই এলাকা অতিক্রমকালে গৌরনদী মডেল থানার একটি দল তাদের ধাওয়া করে। এসময় পালাতে গিয়ে ওই গ্রামের বাসিন্দা কুয়েত প্রবাসী রফিক হাওলাদার (৪৫) অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন। রফিক উত্তর ভাল্লুকসী গ্রামের মন্নাত হাওলাদারের ছেলে। সম্প্রতি ছুটিতে দেশে ফিরছিলেন তিনি। এ ঘটনার পর এলাকাবাসী পুলিশের বিচার দাবী করে বিক্ষোভ করে। অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) শারমিন সুলতানা রাখী জানান, এ ঘটনায় বৃহস্পতিবার তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় এসআইসহ চার পুলিশ সদস্যকে বরিশাল পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করে নেওয়া পুলিশ সদস্যরা হলেন : গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক সিকদার, কনষ্টেবল ইসমাইল হোসেন, তরিকুল ইসলাম ও পিকআপ চালক জিহাদ হোসেন। তারা শুক্রবার সকালে গৌরনদী মডেল থানা ত্যাগ করে বরিশাল পুলিশ লাইনে যোগদান করেছেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় শাকিল সরদার জানান, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভাল্লুকসী গ্রামের নিজাম উদ্দিন ফকিরের চায়ের দোকানের পিছনের পরিত্যক্ত পুকুর পাড়ে বসে মঙ্গলবার দুপুরে তাস খেলছিলেন স্থানীয় ইকবাল মৃধা, আলামিন মৃধা, জামাল মৃধা ও ফরিদ মৃধা। ওই সময় ওই পথ দিয়ে ভাল্লুকসী বাজারে যাচ্ছিল গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক সিকদারসহ টহল পুলিশ। এসআই আব্দুল হক তাস খেলতে দেখে পুলিশের গাড়ি থামিয়ে ধাওয়া করে। আতংকিত হয়ে সবাই দৌঁড়ে পালানোর চেষ্টা করে। সবাই পালিয়ে যেতে পারলেও রফিক হাওলাদার স্থানীয় কাজী মন্নানের বাড়িতে গিয়ে অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।