4:37 pm , July 14, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর লুৎফর রহমান সড়কে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু ফেলে নিচুজমি ভরাটচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিএম কলেজের মৃত্তিকা বিভাগের একজন অধ্যাপক এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।
ভূক্তভোগী মোর্শেদ আলম জানান, তিনি ও তার কয়েজন নিকটাত্মীয় লুৎফর রহমান সড়কে এসএ ৩৭৭ নং দাগের বিএস ৬২৩ নং দাগে ৫ দশমিক ৫০ শতাংশ জমি ক্রয় করেছেন। জমির ভাগবন্টন নিয়ে নিজেদের মধ্যে বিরোধ চলছে। তিনি বিরোধীয় জমিতে স্থিতিবস্থা বজায় রাখার জন্য ১৪৪ ধারা চেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে এম.পি মামলা করেন। আদালত স্থিতিবস্থা বজায় রাখার জন্য বিরোধীয় জমির ওপর ১৪৪ ধারা জারি করেন।
মোর্শেদ আলমের অভিযোগ, প্রতিপক্ষ অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলাম আদালতের নির্দেশ অমান্য করে ৯ জুলাই গভীর রাতে বিরোধীয় জমিতে বালু ফেলতে শুরু করেন। পরে চাপের মুখে তিনি বালু ফেলা বন্ধ করতে বাধ্য হন। এ ঘটনায় আদালত অবমাননায় ১৮৮ ধারায় পুনরায় মামলা দায়ের করেছেন মোর্শেদ আলম।
তবে এসসব অস্বীকার করে অধ্যাপক ড. মো.মাহমুদুল ইসলাম বলেছেন, জমি নিয়ে বিরোধের বিষয়টি আদালত দেখবে। এসব নিয়ে পত্রিকায় লেখার কিছু নেই। তাকে ফাঁসাতে প্রতিপক্ষরা বিরোধীয় জমিতে বালু ফেলে তার ওপর দোষ চাপাচ্ছে।