বরিশাল নগরীতে দুই শ্যালককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ বরিশাল নগরীতে দুই শ্যালককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ - ajkerparibartan.com
বরিশাল নগরীতে দুই শ্যালককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

4:35 pm , July 14, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর রুপাতলী এলাকায় জমি দখল করতে দুই শ্যালক কে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে ভগ্নিপতির বিরুদ্ধে। ১৪ জুলাই শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে সাগরদী হামিদ খান সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে  বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলো : ওই এলাকার মৃত আব্দুল মালেক খান তোতা মিয়ার ছেলে এবং হামিদ খান সড়ক আপন বেকারির প্রোপাইটার সোলায়মান খান রুমি ও আবুল কালাম আজাদ।
ধারালো অস্ত্রের আঘাতে রুমি ও আজাদের মাথায় গুরুতর জখম হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে  ফুল জখম হয়েছে।
অবস্থার অবনতি হলে রুমিকে যেকোনো সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
আহত আজাদের স্ত্রী লাইলি জাহান নিপা জানান, দীর্ঘদিন ধরে আমার শ্বশুরের বন্টন করা ওয়ারিশ সম্পত্তি নিয়ে আমার ননদের জামাই নেছারুদ্দিনের সাথে বিরোধ চলে আসছে।
আমার স্বামী আবুল কালাম আজাদ ও দেবর রুমির ওয়ারিশ জমি জোরপূর্বক জবর দখল করার চেষ্টা চালায় নেছার।
বিষয়টি নিয়ে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রশাসনকে অবগত করা হলেও নেছারুদ্দিন আইনের নিয়ম কানুন তোয়াক্কা না করে জবরদখল করার চেষ্টা করে। দখল করতে বাধা দিলেই হামলা মামলা সহ বিভিন্ন খুন জখমের ভয়ভীতি দেখায়। এমনকি আমাদের নামে একাধিকবার মামলা দিয়ে হয়রানি করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নেছার উদ্দিন এর স্ত্রী ফাতেমা কাওসার। তিনি জানান, তার স্বামী নেছারুদ্দিন কাউকে মানে না। নিজের স্বার্থ হাসিলের জন্য ফাতেমার ভাইদের জমি জোরপূর্ব  দখল করতে মরিয়া হয়ে উঠেছে।  আমি বাধা দেয়ায় একাধিকবার নির্যাতনের শিকার হয়েছি। কোতয়ালি মডেল থানার এসআই মাহমুদ জানান, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT