4:35 pm , July 14, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকী পালন করা হয়। কর্মসুচীর মধ্যে ছিলো পূস্পমাল্য অর্পণ,আলোচনা সভা ও মিলাদ দোয়া-মোনাজাত সহ তবারক বিতরণ। সকাল ৭ টায় জাতীয় দলীয় কার্যালয় জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত করা হয়। পরে এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় পার্টি বরিশাল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। এরপর কোরআন খানি অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল মহানগর আহবায়ক অধ্যাপক মহসিন-ইল-ইসলাম হাবুলের সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি চেয়রাম্যানের উপদেষ্টা ও বরিশাল মহানগরের সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেন, পল্লী বন্ধু এরশাদ ছিলেন প্রকৃত দেশ প্রেমিক। দেশের আর্থসামাজিক উন্নয়নে এরশাদের কোন বিকল্প ছিল না। এখনো নেই। এ সময় বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এসএম রহমান পারভেজ, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এম এ জলিল, জাপা মহানগর কমিটির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম গফুর, রুস্তুম আলী খান, আকতার রহমান সপ্রু, জেলা জাতীয় পাটির্র যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম খোকন, বশির আহমেদ সবুজ, কে এম জুবায়ের, নজরুল ইসলাম হেমায়েত, নজরুল ইসলাম, কামরুজ্জামান চৌধুরী কামাল, আমেরিকা প্রবাসী জাতীয় পার্টি নেতা জহিরুল আলম শাহিন, জাপা নেতা তালুকদার মোর্শেদ ফোরকান, মহানগর জাতীয় যুব সংহতির আহবায়ক অধ্যাপক গিয়াসউদ্দিন, জাতীয় শ্রমিক পার্টি বরিশাল মহানগর সভাপতি আবদুস সোবাহান, জাতীয় ছাত্র সমাজ বরিশাল মহানগরের যুগ্ম আহবায়ক এম. আলামিন।