বাকেরগঞ্জে তরুনের ইসলাম ধর্ম গ্রহণ বাকেরগঞ্জে তরুনের ইসলাম ধর্ম গ্রহণ - ajkerparibartan.com
বাকেরগঞ্জে তরুনের ইসলাম ধর্ম গ্রহণ

4:34 pm , July 14, 2023

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে মুসলিম ধর্ম গ্রহন করেছে এক তরুন। যিনি আগে খ্রিষ্টান ছিলেন। শুক্রবার জুম্মা নামাজের পূর্বে উপজেলার কালিগঞ্জ বায়তুল আমান জামে মসজিদে পবিত্র কালেমা পাঠের মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। পবিত্র গোমেজ খুলনার সোনাডাঙ্গা অনুকুল বাড়ৈর ছেলে। সে কালিগঞ্জ বাজারের সুজনের স্টিলের আলমারির দোকানে কাজ করছে। ইসলাম ধর্ম গ্রহন করে নিজের নাম মো. আব্দুল্লাহ রেখেছেন। ইতিপূর্বে সে তার নাম পবিত্র গোমেজ পরিবর্তন করে আদালতের মাধ্যমেও এফিডেভিট করেছেন।
উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজার কেন্দ্রীয় বায়তুল আমান জামে মসজিদের খতিব মো. মাহমুদুল হাসানের হাতে হাত রেখে পবিত্র জুমার নামাজের পূর্বে কালেমা পড়ে মুসলমান হয়েছেন।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন খলিফা তাকে সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দিয়েছেন। জুমার নামাজের পরে তার জন্য দোয়া করার পর তাবারক বিতরন করা হয়। এ বিষয়ে নও মুসলিম মো. আব্দুল্লাহ বলেন, আমি ইতিপূর্বে বিভিন্ন ইসলামী বক্তার ওয়াজ শুনেছি এবং ইসলাম ধর্মের সত্যতা সম্পর্কে জেনেই ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT