আগামীতে সব কর্মসূচি যৌথভাবে পালন করবেন প্রতিমন্ত্রী ও মেয়র আগামীতে সব কর্মসূচি যৌথভাবে পালন করবেন প্রতিমন্ত্রী ও মেয়র - ajkerparibartan.com
আগামীতে সব কর্মসূচি যৌথভাবে পালন করবেন প্রতিমন্ত্রী ও মেয়র

4:31 pm , July 14, 2023

আগামীতেও বরিশাল সদর আসনে জাহিদ ফারুককেই প্রধানমন্ত্রী মনোনয়ন দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন খোকন সেরনিয়াবাত
বিশেষ প্রতিবেদক ॥ ১৫ আগষ্টসহ আগামীতে সব কর্মসূচি ও রাজনৈতিক অনুষ্ঠান মেয়র ও প্রতিমন্ত্রী যৌথভাবে করার বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন বরিশাল ৫ আসনের সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল অবঃ জাহিদ ফারুক এবং বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। শুক্রবার রাত আটটায় বরিশালের সদর রোডে খোকন সেরনিয়াবাত নির্বাচনী কার্যালয়ে আয়োজিত ১৫ই আগস্টের কর্মসূচি উপলক্ষে ২০ জন অসহায় হতদরিদ্র মানুষের হাতে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে এ তথ্য জানালেন প্রধান নির্বাচনী সমন্বয়ক লস্কর নুরুল হক। এসময় সহমত পোষণ করে নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত তার নির্বাচনে সহায়তা করার জন্য বরিশাল ৫ আসনের সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল অবঃ জাহিদ ফারুক এর প্রতি আনুষ্ঠানিক কৃতজ্ঞতা জানান এবং আগামীতেও বরিশাল সদর আসনে জাহিদ ফারুককেই প্রধানমন্ত্রী মনোনয়ন দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন খোকন সেরনিয়াবাত। ১৫ আগস্ট উপলক্ষে বরিশাল ৫ আসনের সংসদ সদস্য ও সিটি করপোরেশনের মেয়র আয়োজিত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে মাসব্যাপী খাদ্য সহায়তা এবং ১৫ আগস্টের কর্মসূচি প্রণয়ন সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল অবঃ জাহিদ ফারুক বলেন, উন্নয়নের যে সমস্ত প্রকল্প গ্রহণ করা হয়েছে তা চলমান রাখতে হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের ক্ষমতায় আসতে হবে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেবেন তাকে জয়ী জন্যই আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক সহ ৩০ ওয়ার্ড কাউন্সিলর এবং ছাত্রলীগ নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ২০ জন হতদরিদ্র মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দেন প্রতিমন্ত্রী ও মেয়র।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT