আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রর্থী দেবে এনপিপি আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রর্থী দেবে এনপিপি - ajkerparibartan.com
আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রর্থী দেবে এনপিপি

4:30 pm , July 14, 2023

খবর বিজ্ঞপ্তির ॥ আগামী দ্বাদশ সংসদ নির্বাচন ও সাংগঠনিক সফর নিয়ে ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি) বরিশাল বিভাগীয় সমন্বয় কমিটির সভা হয়েছে। শুক্রবার বরিশাল জেলা ও মহানগর দলীয় কার্যালয়ে বেলা ১১ টায় জেলা প্রতিনিধিদের সাথে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এনপিপি এর প্রেসিডিয়াম সদস্য বরিশাল বিভাগীয় সমন্বয় কমিটির আহবায়ক সেলিম তালুকদার। সঞ্চাচলা করেন কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব ও সমন্বয় কমিটির সদস্য সচিব বরিশাল মহানগরের সাধারন সম্পাদক মেহেদি হাসান রনি। সভাপতির বক্তব্যে সেলিম তালুকদার বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে এনপিপি ৩০০ আসনে প্রার্থী দেবে। বরিশাল বিভাগের সকল জেলায় সবকটি আসনে যারা সংসদ নির্বাচনে অংশগ্রহন করবে তাদের জেলা ভিত্তিক সাংগঠনিক অবকাঠমো শক্তিশালী করার লক্ষ্যে জেলা প্রতিনিধিদের অনুরোধ করেন সেলিম তালুকদার। সভায় বক্তব্য রাখেন বিভাগীয় সমন্বয় কমিটির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির  প্রেসিডিয়াম সদস্য বরিশাল মহানগর সভাপতি এ বি এম মাসুদ করিম, ঝালকাঠি জেলার সভাপতি ডা. পিকে মিত্র, বরিশাল জেলার সভাপতি ডা. শামিমা নাসরিন, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মাসুম বিল্লাহ, সমন্বয় কমিটির সদস্য সাহেব আলী হাওলাদার রনি, মাহাবুবুর রহমান অভি, জিয়াউর রহমান হিরা, মোঃ আনোয়ার হোসেন, মাওলানা সাইফুর রহমান সাঈদী,  মোশাররফ হোসেন লিটন, মোঃ ফোরকান হোসেন, সৈয়দ অলিউর  রহমান, মহানগরের সাংগঠনিক সম্পাদক আশ্রাব হোসেন সাজ্জাদ, জেলার সাংগঠনিক  সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী সুজন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT