অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা দিতে যাত্রা শুরু করলো মরহুমা আমিনা খাতুন ফ্রি-ফ্রাইডে ক্লিনিক অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা দিতে যাত্রা শুরু করলো মরহুমা আমিনা খাতুন ফ্রি-ফ্রাইডে ক্লিনিক - ajkerparibartan.com
অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা দিতে যাত্রা শুরু করলো মরহুমা আমিনা খাতুন ফ্রি-ফ্রাইডে ক্লিনিক

4:29 pm , July 14, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বিনামূল্যে অসহায় এবং দুস্থ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে নগরীতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো মরহুমা আমিনা খাতুন ফ্রি-ফ্রাইডে ক্লিনিক। গতকাল শুক্রবার বরিশাল সিটি করপোরেশনের বর্ধিত এলাকা শোলনা এলাকার সিকদার বাড়ি ফ্রি-ফ্রাইডে ক্লিনিকের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল। এছাড়া উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. আব্দুল মতিন সিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল ল্যাবএইড ডায়াগনস্টিকের ডেপুটি ম্যানেজার আব্দুল জলিল সিকদার এবং সঞ্চালনায় ছিলেন- শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য বেলায়েত বাবলু। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা, নবনির্বাচিত কাউন্সিলর খায়রুল মামুন শাহীন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রাশিদা পারভীন, এলাকার সমাজসেবক গোলাম মোস্তফা, পপুলার ডায়াগনস্টিক সেন্টার বরিশালের ম্যানেজার মোশাররফ হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম শেখর চন্দ্র সাহা, ইনফ্রা পলিটেকনিকের পরিচালক প্রকৌশলী আমির হোসাইন, বরিশাল প্রেসক্লাবের সদস্য আনিছুর রহমান প্রমুখ।
এছাড়াও এলাকার মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সুশিলসমাজসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন উদ্বোধন অনুষ্ঠানে। শুরুতে ফলক উন্মোচনের মধ্যে দিয়ে মরহুমা আমিনা খাতুন ফ্রি-ফ্রাইডে ক্লিনিকের উদ্বোধন করেন প্রধান অতিথি কাজী নাসির উদ্দিন বাবুল এবং উদ্বোধন আব্দুল মতিন সিকদারসহ অতিথিবৃন্দ। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে, উদ্বোধনের দিনেই ২০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। প্রথম দিন রোগীদের চিকিৎসা সেনা দেন ঢাকা বার্ডেম হাসপাতালের মেডিসিন ও ডায়াবেটিকস রোগ বিশেষজ্ঞ ডা. মো. মনজুর-উর-রহমান এবং বার্ডেম হাসপাতালের মেডিসিন রোগ বিশেষজ্ঞ ডা. এসএম মামুনুর রহমান রুবেল।
মরহুমা আমিনা খাতুন ফ্রি-ফ্রাইডে ক্লিনিকের পরিচালক লকিত উল্লাহ সিকদার বলেন, ‘এটি কোন ব্যবসায়ীক বা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে করা হয়নি। আমার মরহুমা মায়ের স্মৃতি ধরে রাখতেই গরীব এবং অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিতে আমাদের এই উদ্যোগ।
তিনি বলেন, ‘এখানে যারা চিকিৎসা গ্রহণ করবেন তাদের কাছ থেকে কোন প্রকার ভিজিট নেয়া হবে না। এমনকি ব্যবস্থাপত্রের জন্যও কোন টাকার প্রয়োজন হবে না। তাছাড়া এখানে যারা চিকিৎসা নিবেন তাদের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হলে সে ক্ষেত্রে নগরীর সনামধন্য প্রতিষ্ঠানে মূল্য ছাড়ের ব্যবস্থা থাকবে।
সিভিল সার্জনের অনুমতি নিয়েই প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে জানিয়ে লকিত উল্লাহ সিকদার বলেন, ‘ফ্রি ফ্রেইডে ক্লিনিকে প্রতি শুক্রবার একদিন করে রোগী দেখা হবে। উদ্বোধনের দিনেই প্রতিষ্ঠানটি ঘিরে আমরা বেশ সাড়া পেয়েছি। আশা করছি মানবসেবার যে লক্ষ্য আমাদের রয়েছে তা আমরা সকলের সহযোগিতায় পুরণ করতে পারবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT