4:29 pm , July 14, 2023

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার দিনটি পালনে শোক র্যালি বের করা হয়েছে। এছাড়াও পূস্পমাল্য অর্পণ,আলোচনা সভা ও মিলাদ দোয়া-মোনাজাত করা হয়েছে । বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কার্যালয় অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মোনাজাতে প্রধান অতিথি ছিলেন বরিশাল ৩ আসনের এমপি আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু। বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ মকিতুর রহমান কিসলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বাবুল আকন, যুগ্ম আহবায়ক ও মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমান, যুগ্ম আহবায়ক ও চাঁদপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আলাউদ্দিন রাজ, বাবুগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মো. সোহেল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, চাঁদপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মনির মাস্টার , সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, দেহের গতি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. কাজী মেজবাহ উদ্দিন সজল, সাধারণ সম্পাদক মো. নয়ন হোসেন, কেদারপুরে ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব ও ইউপি সদস্য আব্দুস সালাম, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, রহমতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ জেলানি সাজওয়াল, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা, মাধবপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ মোবাশ্বের আলী, যুগ্ন আহবায়ক ও ইউপি সদস্য মোঃ বশির শিকদার,সাজাহান বাদসা, বাবুগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্র সমাজের আহ্বায়ক মইদুল ইসলাম মুন্না, রহমত পুর ইউনিয়ন ছাত্র সমাজের আহবায়ক মোঃ রাকিব হোসেন, জাতীয় ছাত্র সমাজ চাঁদপাশা ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হোসেন। অনুষ্ঠানের আগে মাধবপাশা ইউনিয়ন থেকে মোঃ হালিম গাইন, মোঃ মোজাম্মেল মোল্লা, চাদপাশা ইউনিয়ন থেকে মোহাম্মদ গোলাম কিবরিয়া, মোঃ কালু মাঝি, মোঃ শহিদুল ইসলাম খলিফা, মোঃ মুরাদ শরীফ, মোহাম্মদ জামাল হোসেন খান, মোঃ শামীম বেপারী নেতৃত্বে শতাধিক নেতৃবৃন্দ জাতীয় পার্টিতে যোগদান করেন।