বানারীপাড়ায় আম গাছে ঝুলছিলো মাছ বিক্রেতার লাশ বানারীপাড়ায় আম গাছে ঝুলছিলো মাছ বিক্রেতার লাশ - ajkerparibartan.com
বানারীপাড়ায় আম গাছে ঝুলছিলো মাছ বিক্রেতার লাশ

4:24 pm , July 13, 2023

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ার বিশারকান্দিতে আমগাছে ঝুলন্ত অবস্থায় জীতেন বিশ্বাস (৬১) নামের এক মাছ বিক্রেতার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিশারকান্দি গ্রামের মৃত রামচন্দ্র বিশ্বাসের ছেলে। ১৩ জুলাই বৃহস্পতিবার সকালে বানারীপাড়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে  ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জানা গেছে ওই দিন সকালে বাড়ির আমগাছে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা বানারীপাড়া থানায় খবর দেন। বানারীপাড়া থানার এসআই মাসুদ রানা জানান, জীতেন বিশ্বাসের একমাত্র ছেলে ক্যান্সার আক্রান্ত হয়ে চারমাস পূর্বে মারা যান। ভারতে নিয়ে ছেলের চিকিৎসা করাতে গিয়ে তার প্রায় ২৫ লাখ টাকা খরচ হয়। সম্পত্তি বিক্রি করে ও ধারদেনা করে তিনি ছেলের চিকিৎসায় এ বিপুল অঙ্কের টাকা খরচ করেন। কয়েকজনের কাছে বিক্রি করা সম্পত্তি  যথা সময়ে লিখে দিতে না পারায় তাদের চাপ ও একমাত্র ছেলেকে হারানোর শোক এবং পুত্র বধূ ও দুই শিশু নাতি-নাতনীর ভবিষ্যত চিন্তা নিয়ে তিনি হতাশায় ভুগছিলেন।  ওই হতাশার কারনে ১২ জুলাই রাত ১০টার পরের যেকোন সময় তিনি বাড়ির পাশের আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
বানারীপাড়া খানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, জীতেন বিশ্বাসের মৃত্যুর কারন উদঘাটনে জন্য তার লাশ ময়না তদন্তের জন্য শেবাচিমের  মর্গে পাঠানো হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT