বানারীপাড়ায় ট্রলির চাপায় বৃদ্ধা নিহত বানারীপাড়ায় ট্রলির চাপায় বৃদ্ধা নিহত - ajkerparibartan.com
বানারীপাড়ায় ট্রলির চাপায় বৃদ্ধা নিহত

4:23 pm , July 13, 2023

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় অবৈধ ট্রলি’র চাপায় রহিমা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি বানারীপাড়ার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের মৃত রহম আলী ডাকুয়ার স্ত্রী। ১৩ জুলাই বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বানারীপাড়া-বরিশাল সড়কের রায়েরহাট ব্রিজের পূর্বপাড়ে সংযোগ সড়কের ঢালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, রহিমা বেগম বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে  ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে রায়েরহাট ব্রিজের পূর্ব প্রান্তে সংযোগ সড়কের ঢালে উত্তরপাড় থেকে দক্ষিণ পাড়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রলির চাপায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। ঘাতক ট্রলিচালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রলিটিকে আটক করেছে । জানা গেছে, ওই ট্রলির মালিক বানারীপাড়া পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের শিবু দাস । বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী এ  বলেন, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT