4:20 pm , July 13, 2023

ভোলা অফিস ॥ ভোলার চরফ্যাশন উপজেলার সম্পূর্ন বিচ্ছিন্ন ইউনিয়ন মুজিব নগর। ইউনিয়নটিতে আগামী ১৭ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সেখানকার পরিবেশ অশান্ত হয়ে উঠেছে। হামলা,ভাংচুর, সংঘর্ষ লেগেই আছে। শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন নিয়ে আতংকে রয়েছে বিচ্ছিন্ন ইউনিয়নের সাধারন মানুষ। ভোলার সর্ব দক্ষিনের ইউনিয়ন ও বিচ্ছিন্ন এলাকা মুজিব নগরে নির্বাচন যতটাই ঘনিয়ে আসছে পরিবেশ ততটাই উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে। বিশেষ করে মেম্বার প্রার্থীদের সমর্থকদের মাঝে প্রায় প্রতিদিন তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ হচ্ছে। ইউনিয়নের ৪,৫,৬,৭ ওয়ার্ড বেশি ঝুকিপূর্ন অবস্থায় রয়েছে। এর মধ্যে সবচেয়ে সবচেয়ে বড় সংঘর্ষ হয়েছে ৭নং ওয়ার্ডে গত শনিবার। একইভাবে ৪ ও ৫ জুলাই সংঘর্ষর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ৩০ জনের মত নারী-পুরুষ আহত হয়ে ঢাকা, বরিশাল, ভোলা ও চরফ্যাশনে চিকিৎসা নিচ্ছে। স্থানীয় ভাবে রাজনৈতিক ভাবে প্রভাবশালী হওয়ায় সংঘর্ষের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, স্থানীয় ভোটারদের অভিযোগ হচ্ছে বহিরাগতরা এলাকায় ঢুকে এসব ঘটনা ঘটাচ্ছে। এমনি নির্বাচনী পরিবেশ নিয়ে সাধারন ভোটারদের পাশাপাশি প্রার্থীরা পর্যন্ত আতংকে রয়েছে। অভিযোগ রয়েছে বহিরাগতরা এলাকায় এসে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। এসব কারনে প্রচারনা বার্ধগ্রস্থ্য হচ্ছে বলেও আভিযোগ রয়েছে। তাউ সুষ্ঠ নির্বাচনের দাঈ সাধারন ভোটারসহ প্রার্থীদের।