4:18 pm , July 13, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনায় জমি বিরোধের জের ধরে ৬০ বছর বয়সী বৃদ্ধ এক দিনমজুরকে কুপিয়ে পেটের নারী ভুঁড়ি ও হাতের রগ কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে জেলার সদর ৮নং বরগুনা ইউনিয়নের পোটকাখালি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহত বৃদ্ধ সেলিম মুসল্লিকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে মুমূর্ষ অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেলিম ওই এলাকার মৃত হাসেম মুসল্লির ছেলে ও একজন দিনমজুর। বর্তমানে হাসপাতালের সার্জারি বিভাগে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ সেলিম মুসল্লির পেটের ডান পাশের নাড়িভুড়ি বের হয়ে যায়। এছাড়া ডান হাতের কব্জির উপরে কোপের আঘাতে রগ কেটে যায়। তবে অবস্থার অবনতি হলে যে কোন সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা যেতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আহতের ছেলে মুসা জানান, দীর্ঘদিন ধরে আমার বাবার ক্রয়কৃত জমি নিয়ে প্রতিবেশী আবু বক্কর ও তার পরিবারদের সাথে বিরোধ চলে আসছে। আমাদের বসতবাড়ির দখলীয় জমিতে তারা আমাদেরকে ভোগ করতে দেয় না। বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আমাদের জমিতে আমরা দুই মাস পূর্বে কাঠের ঘর তুলি। ঘর তোলার পর থেকে প্রতিপক্ষ আবু বক্কর ও তার পরিবারের সহযোগী রাসেল বেল্লাল পরপর দুইবার ঘর ভেঙ্গে ফেলে। আমরা প্রতিবাদ করলে দ্বন্দ্ব হয়। এরই জের ধরে ঘটনার দিন সকাল ৯ টার দিকে প্রতিপক্ষ আবু বক্কর রাসেল বেল্লাল সহ অজ্ঞাতনামা কয়েকজন দা দিয়ে হত্যার চেষ্টা আমার বাবাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আমরা হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষে কামনা করছি। বরগুনা থানার উপ পুলিশ পরিদর্শক শামীম হোসেন জানান, জমিজমা সংক্রান্তের জের ধরে হামলার ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে কোপানের সত্যতা পাই এবং বৃদ্ধ সেলিম মুসল্লিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করার জন্য সহযোগিতা করি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।