4:14 pm , July 13, 2023

মো. রুহুল আমিন বিশ্বাস, পটুয়াখালী ॥ পটুয়াখালী সেতুতে টোল আদায়ে নৈরাজ্য চলছে। নির্ধারিত টোলের অতিরিক্ত টাকা করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে প্রায় দ্বিগুণ আদায় করা হচ্ছে। এ নিয়ে যানবাহন চালকরা প্রতিবাদ করলেও মিলছে না প্রতিকার। গত ৬ জুলাই থেকে পটুয়াখালী সেতুর টোল আদায়ে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান দায়িত্ব নেওয়ার পর এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত পটুয়াখালী সেতুর টোল আদায়ের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ব্যাপারী ট্রেডার্স। এজন্য ৩৪ কোটি ২১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকার চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, সেতুতে ট্রেইলার ৩৭৫ টাকা, ভারী ট্রাক ৩০০ টাকা, মাঝারি ট্রাক ১৫০ টাকা, বড় বাস ১৩৫ টাকা, মিনিট্রাক ১১৫ টাকা, কৃষিকাজে ব্যবহৃত যানবাহন ৯০ টাকা, মিনিবাস/কোস্টার ৭৫ টাকা, মাইক্রোবাস ৬০ টাকা, চার চাকার গাড়ি (ফোর হুইলার) ৬০ টাকা, সিডান কার ৪০ টাকা, মোটরসাইকেল ১০ টাকা এবং রিকশা, ভ্যান, বাইসাইকেল, ঠেলাগাড়ির জন্য পাঁচ টাকা টোল নির্ধারণ করেছে পটুয়াখালী সড়ক বিভাগ। তবে অধিক মূল্যে ইজারা নেওয়া হয়েছে এমন অজুহাতে ইচ্ছামতো টোল আদায় করা হয়। বৃহস্পতিবার দিনভর পটুয়াখালী সেতুর টোল প্লাজায় উপস্থিত থেকে দেখা যায়, বেশিরভাগ মিনি ট্রাক থেকে ১৫০-৩০০ টাকা পর্যন্ত টোল আদায় করা হচ্ছে। এ নিয়ে যানবাহন চালকেদের সঙ্গে বাগবিত-ার ঘটনাও ঘটছে। কুয়াকাটাগামী পর্যটকবাহী বাসগুলোর কাছ থেকে ইচ্ছামতো টোল আদায় করা হচ্ছে। বাসের জন্য ১৩৫ টাকা টোল নির্ধারিত থাকলেও নেওয়া হচ্ছে ৩০০ টাকা। পটুয়াখালী থেকে দেশের বিভিন্ন এলাকায় চলাচলকারী মিনিট্রাক চালক আব্দুল মান্নান আজকের পরিবর্তনকে বলেন, আমাদের ‘ন’ সিরিয়ালের গাড়ি। আগে টোল ছিল ৬০ টাকা। সরকার টোল বৃদ্ধি করেছে। এখন টোল নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা। কিন্তু আমাদের কাছ থেকে ১৫০ টাকা করে নেওয়া হচ্ছে। ঠিকাদারের লোকজন আমাদের কাছ থেকে জোর করে এই টাকা নিচ্ছে। মিনিট্রাক চালক দেলোয়ার হোসেন টোল আদায়ের রসিদ দেখিয়ে বলেন, ‘আমি ছয় তারিখের আগেও ৬০ টাকা ভাড়া দিয়েছি। আজ ১০ তারিখ। আমার কাছ থেকে দেড়শ টাকা ভাড়া আদায় করা হয়েছে। এটা কীভাবে সম্ভব?’
এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী সেতুর টোল সংগ্রহের দায়িত্বে থাকা ইজারাদার মেসার্স বেপারী ট্রেডার্সের স্বত্বাধিকারী আবুল বাশার দাবি করেন, সরকার নির্ধারিত রেটেই তারা টোল আদায় করছেন।
তবে তার সামনেই একটি মিনিট্রাক থেকে ১৫০ টাকা ভাড়া আদায় করার বিষয়টি ধরিয়ে দিলে তিনি বলেন, ‘প্রথম প্রথম তো সে কারণে কিছুটা ভুলভ্রান্তি হচ্ছে। কয়েকদিন পর ঠিক হয়ে যাবে।’
পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এম আতিক উল্লাহ বলেন, ‘প্রতি তিন বছর পরপর সেতু এবং ফেরির টোল পুনর্র্নিধারণ করা হয়। পটুয়াখালী সেতুর টোলও পুনর্র্নিধারণ করা হয়েছে। এ সংশ্লিষ্ট টোল চার্ট টোল প্লাজায় লাগিয়ে দেওয়া হয়েছে। এর বেশি টোল আদায় করার সুযোগ নেই। যেহেতু এ বিষয়ে অভিযোগ উঠেছে, আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।