4:35 pm , July 12, 2023

হিজলা প্রতিবেদক ॥ হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ১ নং চর আবুপুর ওয়ার্ডের ইউপি সদস্য সোহরাবের নেতৃত্বে বাজারে হামলা-ভাংচুর, লুটপাট ও বোমা বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাত ৮ টার দিকে সোহরাব সিকদারের বাহিনী মুজিব বাজার রাস্তার মাথায় বোমা বিস্ফোরণ করে আতঙ্ক ছড়ায়। পরে রাত ১১ টায় চর আবুপুরের মুজিব বাজারে ইউপি সদস্য ও তার বাহিনী হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। বোমা বিস্ফোরণে ইদ্রিস মাল আহত হয়ে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
সাবেক ইউপি সদস্য খোরশেদ সরদার ও ব্যবসায়ী মিজানুর রহমান জানান, গত কয়েক বছর ধরে এলাকার জমি দখল করার জন্য পায়তারা করে আসছে সোহরাব ও তার বাহিনী। গতকাল গভীর রাতে পরিকল্পিতভাবে দুই থেকে তিনশ লোক এসে হঠাৎ বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাজারের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর করে। এই গ্রামে ২০১৭ সালে একইভাবে হামলা করে একজনকে কুপিয়ে হত্যা করা হয়।
ইউপি সদস্য সোহরাব সিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার কর্মীদের সাথে জাকির ও খোরশেদের সংর্ঘষ হয়েছে। বোমা বিস্ফোরণের শব্দ পেয়েছি তবে বাজারে ভাংচুর ও লুটপাটের বিষয় জানা নেই। দীর্ঘ বছর ধরে তাদের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়ের জানান, মুজিব বাজারে হামলা ভাংচুর ও লুটপাটের বিষয়ে অবগত আছি। সমস্যা নিরসনে আলোচনা চলছে।