লেবুখালী ইউনিয়নের নির্বাচন ১৭ জুলাই লেবুখালী ইউনিয়নের নির্বাচন ১৭ জুলাই - ajkerparibartan.com
লেবুখালী ইউনিয়নের নির্বাচন ১৭ জুলাই

4:34 pm , July 12, 2023

পটুয়াখালী প্রতিবেদক ॥ পটুয়াখালী জেলার দুমকী উপজেলাধীন  ২ নং লেবুখালী ইউনিয়ন পরিষদ  নির্বাচন আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে সবচেয়ে আলোচনায় আছেন হাসান মাহমুদ দুলাল। এর আগে তিনি তিনবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এবারও নির্বাচনী মাঠে আছেন তিনি। ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে চশমা প্রতীকে ভোট প্রার্থনা করছেন। তার সাথে আরও ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন : আওয়ামী লীগ মনোনীত  তুহিন আকন (নৌকা) আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. দেলোয়ার হোসেন মোল্লা,স্বতন্ত্র প্রার্থী মো. জহির (ঘোড়া)ও জলিল তালুকদার(আনারস)।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT