শিয়ালকাঠী ইউনিয়নে চারটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ শিয়ালকাঠী ইউনিয়নে চারটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ - ajkerparibartan.com
শিয়ালকাঠী ইউনিয়নে চারটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

4:34 pm , July 12, 2023

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৭ জুলাই। দিন যতই যাচ্ছে ততই প্রার্থীদের আচরণবিধি লংঘনের একাধিক অভিযোগ আসছে। এ পর্যন্ত চারজন প্রার্থীকে আচরণ বিধি লংঘনের অভিযোগে শোকজ করা হয়েছে। শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে তাদের স্বপক্ষে ভোট নিতে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। দিয়ে ভোট ভিক্ষা চাচ্ছে প্রার্থীরা। অত্র ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ইউপি সদস্য পদে ৩৬ জন প্রার্থী ও সংরক্ষিত আসনে ১০ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে চারটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪টি। এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মোঃ মনিরুজ্জামান সোহাগ হাওলাদার জানান, ইতিমধ্যে আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করেছি। নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ হবে। উল্লেখ্য ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাজী সিদ্দিকুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT