নদীর তীরে মাটি কাটায় লাখ টাকা জরিমানা নদীর তীরে মাটি কাটায় লাখ টাকা জরিমানা - ajkerparibartan.com
নদীর তীরে মাটি কাটায় লাখ টাকা জরিমানা

4:34 pm , July 12, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ কীর্তনখোলা নদীর তীর থেকে অবৈধভাবে বালু কাটার দায়ে একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জরিমানা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। দ-িত নুর হোসেন সরদার (৬৫) নগরীর পলাশপুর এলাকার মৃত মো. সেকান্দার আলী সরদারের ছেলে।
বরিশাল সদর নৌ-পুলিশের ওসি মো. আব্দুল জলিল জানান, কীর্তনখোলা ও আড়িয়াল খা নদীর তীর মাটি কেটে তিনটি ট্রলার ভর্তি করে বেলতলা খেয়াঘাট এলাকায় নিয়ে আসে। খবর পেয়ে অভিযান করে। মাটি ভর্তি তিনটি ট্রলার ও শ্রমিকসহ ১৩ জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। ওসি আরো জানান,আদালত শ্রমিক ১২ জনের কাছ থেকে মুচলেকা রেখে মুক্তি দেয়া হয়। দলনেতা নুর হোসেনকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৪ দিনের কারাদ- দেয়া হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT