4:33 pm , July 12, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ শেবাচিম হাসপাতালের ডেঙ্গু রোগীদের শতভাগ চিকিৎসা দেওয়াসহ স্বাস্থ্যসেবার মান উন্নয়নসহ জাতীয় পর্যায়ে হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠনের দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে। বুধবার বেলা ১১টায় বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের প্রধান ফটকে এই কর্মসূচি হয়। সততা ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে মানববন্ধন হয়। সংগঠনের নির্বাহী পরিচালক রেহানা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল নগর উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কাজী এনায়েত হোসেন শিবলু। আরও বক্তৃতা দেন কাজী মিজানুর রহমান ফিরোজ ও স্বপন কুমার দাস প্রমুখ। বক্তারা বলেন, শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনায় নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। এখানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা হচ্ছে না। তাদের ঢাকায় রেফার করা দুঃখজনক। এমনটাই যদি করতে হয়, তাহলে বড় বড় বিশেষজ্ঞ চিকিৎসকেরা কি করেন। তাই অবিলম্বে বরিশালবাসীর জন্য শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিতে উদ্যোগ গ্রহণ করতে হবে। এর অংশ হিসেবে অবিলম্বে হেল্থ প্রমোশন ফাউন্ডেশন গঠনের দাবি তুলেন। মানববন্ধন শেষে হেল্থ প্রমেশন ফাউন্ডেশন গঠনের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে সরকার প্রধানের বরাবর স্মারকলিপি দেওয়া হয়।