4:28 pm , July 12, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ তথ্য গোপন করে সরকারি কর্মচারী হয়েও অবৈধভাবে গ্রহণ কৃত প্রায় ২৫ কোটি টাকার বন্ধবস্ত খাস জমি উদ্ধার করেছে বরিশাল জেলা প্রশাসন। বুধবার দুপুরে বরিশালের সদর উপজেলার চর আইচা মৌজার বরাদ্দকৃত ৫ একর জমি বন্দোবস্ত বাতিল করে সরকারি কর্মচারীদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে বরিশালের জেলা প্রশাসন জাহাঙ্গীর হোসেন বলেন, বরিশালের বিভাগীয় কমিশনার অফিসে কর্মরত থাকা অবস্থায় এক কর্মচারী মিথ্যা বলে এবং নিজের পরিচয় গোপন করে সরকারের জমি বন্দোবস্ত নেয়। বিষয়টি দীর্ঘ বছর পর বরিশাল জেলা প্রশাসন জানতে পেরে তার বন্দোবস্ত বাতিল করে পুনরায় সরকারের এই খাস জমি নিয়ন্ত্রণে এনে সরকারি কর্মচারীদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। যেহেতু ওই কর্মচারী বর্তমানে অবসরে নির্বাহী কর্মকর্তাকে লেখা এক অভিযোগ নামায় ভুক্তভোগী চুমকি আক্তার বলেছেন, ১ নং চরামদ্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আরিফুর রহমান (আরিফ) পিতার মৃত রহমান হাওলাদার, সটিখোলা, চরামদ্দি, বাকেরগঞ্জ, বরিশাল এর কাছে ইউনিয়ন পরিষদের সবাইকে খাওয়ানোর জন্য বারো হাজার টাকা দিলে, সে টাকা সে আত্মসাৎ করে। এই টাকা চাইতে গেলে সে আমাকে বিভিন্ন ধরনের কু প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হওয়ায় সে আমার নামে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে ও এলাকায় বসবাস দূর্বিষহ করে তুলেছে। লিখিত অভিযোগে চুমকি আক্তার আরো বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে সকল ইউপি সদস্যদের কাছে বিষয়টি জানালে আরিফুর রহমান আরিফ আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে অনেক হুমকি দেয়। এসময় সকল ইউপি সদস্য, চেয়ারম্যান, সচিব, হিসাব সহকারী সহ গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন বলে জানান চুমকি।
অভিযোগে চুমকি আরো জানান, এঘটনার পর একপর্যায় আরিফ ও তার সঙ্গীরা গ্রাম পুলিশ লিটন দফাদার ও আমাকে পথে আটকে আমাদের মধ্যে অবৈধ সর্ম্পক আছে দাবী করে ৩ লাখ টাকা জরিমানা করছে বলে গুজব ছড়ায়। এ বিষয়টা প্রতিষ্ঠিত করতে সে সাংবাদিক ডেকে আনে ও এলাকায় এসব রটিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন চুমকি। চুমকি আক্তার জানান, আমি একজন বিবাহিত মেয়ে আমার একটি কন্যা সন্তান রয়েছে। সমাজে চলাচলে আরিফুর রহমান আমার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ করে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের চেয়ারম্যান খোকন হাওলাদার জানান, চুমকি আক্তার, পিতাঃ মোঃ আনছার হাওলাদার গ্রামা সটিখোলা, চরামন্দির সাথে আরিফুর রহমান আরিফ এর সামান্য বাকবিতন্ডা হয়েছে বলে শুনেছিলাম। সেটা এমন কোনো মারাত্মক বিষয় নয়। ইউনিয়ন পরিষদের ভিতর সকলের সামনে হুমকিধামকির অভিযোগও সত্যি নয় বলে জানান চেয়ারম্যান।