অতিদ্রুত নথুল্লাবাদ বাস টার্মিনালের সংস্কার করা হবে -খোকন সেরনিয়াবাত অতিদ্রুত নথুল্লাবাদ বাস টার্মিনালের সংস্কার করা হবে -খোকন সেরনিয়াবাত - ajkerparibartan.com
অতিদ্রুত নথুল্লাবাদ বাস টার্মিনালের সংস্কার করা হবে -খোকন সেরনিয়াবাত

4:26 pm , July 12, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি পরিবহন মালিক সমিতির অফিসে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন। পরবর্তীতে তিনি উপস্থিত সকলকের উদ্দেশ্যে বলেন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় যোগাযোগ করে সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করা হবে। এছাড়াও এসময় তিনি উপস্থিত বাস মালিক সমিতি ও বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, অতি শীঘ্রই কেন্দ্রীয় টার্মিনালের সংস্কার কার্যক্রম শুরু করা হবে। এছাড়াও তিনি মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করার পরামর্শ দেন যাহাতে করে সাধারণ যাত্রীরা এবং শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় এবং সবাই একটি জবাবদিহিতার আওতায় থাকেন এবং মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের কেউ যেন অনিয়ম তান্ত্রিক ভাবে কার্যক্রম করিয়া যাত্রী এবং শ্রমিকদের হয়রানি করতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে সকলকে নির্দেশনা প্রদান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম তানভীর আহমেদ, বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা, বিএম কলেজ এর সাবেক ভিপি মঈন তুষার, বরিশাল জেলা সড়ক পরিবহন (বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস) শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শাহাদাত হোসেন লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT