বাউফলে ইয়াবা ও গাঁজাসহ আটক-২ বাউফলে ইয়াবা ও গাঁজাসহ আটক-২ - ajkerparibartan.com
বাউফলে ইয়াবা ও গাঁজাসহ আটক-২

4:17 pm , July 11, 2023

বাউফল প্রতিবেদক ॥ বাউফলে রাজিব দাস (৩০) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে ১ হাজার ৮০০পিস ইয়াবাসহ আটক হয়েছে পুলিশ। এছাড়া ডিবি পুলিশ অভিযান চালিয়ে  হাতে একশ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা সহ মেহেদী হাসান (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওসি (তদন্ত) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধুলিয়া চাঁদকাঠী ব্রিজের কাছে অবস্থান নিয়ে মাদক কারবারি রাজিব দাসকে বরিশাল যাওয়ার পথে আটক করে। আটককৃত রাজিব দাস চাঁদকাঠী গ্রামের রনজিৎ দাস ওরফে রনজিৎ রায়ের ছেলে।  অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে একই দিন সন্ধ্যায় পটুয়াখালী ডিবি পুলিশের এসআই সঞ্জিব রায়ের নেতৃত্বে একটি টিম দাসপাড়া ইউনিয়নের মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মেহেদী হাসানকে  আটক করে। আটককৃত মেহেদী হাসান উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মানিক মৃধার ছেলে। বাউফল থানার ওসি এটিএম আরিফুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাজিব একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে একাধিক মামলা রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT