4:15 pm , July 11, 2023
পিআইডি ॥ বরিশাল মেরিন একাডেমিতে ফায়ার ফাইটিং সিমুলেটর উদ্বোধন করা হয়। ফায়ার ফাইটিং সিমুলেটর উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল। তিনি মঙ্গলবার দুপুরে মেরিন একাডেমি চত্বরে ফায়ার ফাইটিং সিমুলেটর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন এস এম আতিকুর রহমান, বিএন ও বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট এর কমান্ড্যান্ট ক্যাপ্টেন আই. কে. তৈমুরসহ মেরিন একাডেমি বরিশাল এর সকল প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ক্যাডেটরা উপস্থিত ছিলেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব বলেন, বরিশাল মেরিন একাডেমি এর ক্যাডেটদের জাহাজে অবস্থানকালীন অগ্নি নির্বাপনের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করার লক্ষ্যে ফায়ার ফাইটিং সিমুলেটরটি স্থাপন করা হয়। এর মাধ্যমে বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল এর ক্যাডেট প্রশিক্ষণে একটি নতুন মাত্রা যোগ করা হলো। উদ্বোধন শেষে ফায়ার ফাইটিং সিমুলেটরটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে একাডেমির ক্যাডেটদের একটি অগ্নি নির্বাপন মহড়া প্রদর্শন করা হয়। স্থাপিত সিমুলেটরটি এবং প্রদর্শিত মহড়া পরিদর্শন শেষে সচিব মহোদয় সন্তুষ্টি প্রকাশ করেন এবং এর মাধ্যমে বরিশাল মেরিন একাডেমি এর ক্যাডেটদের প্রশিক্ষণের মান আরও উন্নত ও যুগোপযোগী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন এস এম আতিকুর রহমান বিএন জানান, ফায়ার ফাইটিং সিমুলেটরটির মাধ্যমে ক্যাডেটদের অগ্নি নির্বাপণের প্রশিক্ষণ আয়োজনের পাশাপাশি অন্যান্য মেরিন প্রফেশনালদের জন্য ফায়ার ফাইটিং কোর্স আয়োজনের মাধ্যমে ক্যাডেটদের দক্ষতা বৃদ্ধি করা সম্ভব হবে।