উত্তরা মোটর্স বাজারজাত করন শুরু করল লিজেন্ডারী “ Suzuki Grand Vitara “Suv” উত্তরা মোটর্স বাজারজাত করন শুরু করল লিজেন্ডারী “ Suzuki Grand Vitara "Suv" - ajkerparibartan.com
উত্তরা মোটর্স বাজারজাত করন শুরু করল লিজেন্ডারী “ Suzuki Grand Vitara “Suv”

4:15 pm , July 11, 2023

উত্তরা মোটর্স নিয়ে এল সম্পূর্ন নতুন “ঝটতটকও এজঅঘউ ঠওঞঅজঅ” প্রিমিয়াম SUV, যা তার শ্রেনীতে শ্রেষ্ঠত্বের মান স্থাপন করে। ” দ্যা লিজেন্ড রিটার্নস” ট্যাগ লাইন সহ এই অসাধারন গাড়িটি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বাজারজাত করন শুরু করল সুজুকি শোরুম, উত্তরা সেন্টার, তেজগাঁও, ঢাকায়। উত্তরা মোটর্স লিমিটেড বাংলাদেশে সুজুকি গাড়ির একমাত্র পরিবেশক।
 মতিউর রহমান, চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালক এবং নাঈমুর রহমান হেড অব বিজনেস প্লানিং, উত্তরা গ্রুপ অব কোম্পানিজ, উন্নত SUZUKI GRAND VITARA এর শুভ উদ্বোধন করেন । এ সময় বিভিন্ন কর্পোরেট হাউস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, সুজুকি গাড়ীর মালিকগন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
GRAND VITARA গাড়ির শুভ উদ্বোধন অনুষ্ঠানে  মতিউর রহমান বলেন, বাংলাদেশে প্রশস্ত এবং বিলাসবহুল SUV গাড়ির চাহিদা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। তিনি আনন্দের সাথে উন্নত GRAND VITARA গাড়িটিকে নিয়ে গর্ব করেন এবং বলেন যে এর ব্যাতিক্রম বৈশিষ্ঠ্যসমূহ আমাদের গ্রাহকদের চাহিদা মেটাতে সক্ষম। এর চিত্তাকর্ষক পাওয়ারট্রেন, গতিশীল এবং আক্রমনাত্বক বাহ্যিক নক্সা ও অত্যাধূনিক আভ্যন্তরীন এবং প্রযুক্তিগত ভাবে অনেক উন্নত, এমন একটা গাড়ি বাংলাদেশের ক্রেতাদের নিকট উপস্থাপন করতে পেরে সত্যিই আমি আনন্দিত।
উন্নত “SUZUKI GRAND VITARA” গাড়িটি স্মার্ট হাইব্রিড প্রযুক্তির ও  সুজুকি কে সিরিজ ১৫০০সিসির ই্িঞ্জন এ সজ্জিত। এর উল্লেখযোগ্য বৈশিষ্ঠ্যগুলির মধ্যে রয়েছে প্যানারমিক সানরুফ,  প্যাডল শিফ্টার সহ ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন, স্টিয়ারিং মাউন্ট নিয়ন্ত্রিত (অডিও, ব্লুটুথ এবং ক্রুজ কন্ট্রোল), অটো এসি, অ্যাপল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো সামঞ্জস্য সহ ৯ ইঞ্চি স্মার্ট প্লে প্রো + টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ৩৬০ ডিগ্রী ভিউ ক্যামেরা, রিয়ার এসি ভেন্ট, ৬টি এয়ার ব্যাগ, EBD সহ ABS এবং আরও অনেক বৈশিষ্ট্য। বিস্তারিত ভাবে জানতে  Www.suzukicar.com.bd ওয়েব সাইটটি ভিজিট করুন।
উন্নত “suzuki Grand Vitara” গাড়িটি নয়টি আকর্ষনীয় রঙের ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে যা প্রতিটি গ্রাহকের জন্য একটি ব্যাক্তিগত স্পর্শ নিশ্চিত করে। গাড়িটির মূল্য ৪৭ লাখ টাকা থেকে শুরু। গাড়ির মসৃণ কর্মক্ষমতা নিশ্চিত করতে উত্তরা মোটর্স গ্রাহকদের জন্য ৩ বছর বা ৫৫,০০০কিমি সুজুকি স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি সহ ৪ বছরের ফ্রি সার্ভিসের নিশ্চয়তা প্রদান করছে।
উত্তরা মোটর্স ৮০ দশকের শুরু থেকে সফলতার সহিত সুজুকি গাড়ি বিক্রয় করে আসছে এবং এ পর্যন্ত সারা দেশে ৫০,০০০ এর বেশী সুজুকি গাড়ির গ্রাহক রয়েছে। উত্তরা মোটর্স বিক্রয়ত্তোর সেবা প্রদানে বদ্ধপরিকর, গ্রাহকদের সন্তুষ্টির জন্য নিজস্ব ৮ টি শোরুম ও ১০টি সার্ভিস সেন্টারের মাধ্যমে দেশব্যাপি সুজুকি গাড়ির সেবা প্রদান করে আসছে।
আরও তথ্যের জন্য এবং অসাধারন Suzuki Grand Vitara গাড়িটিকে উপভোগ করতে আজই আপনার নিকটতম সুজুকি শোরুম ভিজিট করুন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT