রাজাপুরে বড় ভাইয়ের কান-পায়ের রগ কাটলো ছোট ভাই ! রাজাপুরে বড় ভাইয়ের কান-পায়ের রগ কাটলো ছোট ভাই ! - ajkerparibartan.com
রাজাপুরে বড় ভাইয়ের কান-পায়ের রগ কাটলো ছোট ভাই !

4:13 pm , July 11, 2023

হাঁসে ধান খেয়েছে তাই
রাজাপুর প্রতিবেদক ॥ রাজাপুর উপজেলায়  হাঁসে বীজ খাওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের কান ও পায়ের রগ কেটে দিয়েছে আপন ছোট ভাই। সোমবার উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পশ্চিম বাদুরতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের মৃত পবন আলী হাওলাদারের ছেলে মজিবুর হাওলাদার (৬০)। অভিযুক্ত হাবিব হাওলাদার তার আপন ভাই। স্থানীয়রা জানান, পশ্চিম বাদুরতলা গ্রামে বাড়ির সামনে কবরস্থানের কাছের জমিতে হাঁসে বীজ খাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই মজিবুরকে দেশীয় ধারালো দা দিয়ে মাথায়কোপ দেয় ছোট ভাই হাবিব। এতে বড় ভাই মজিবুরের মাথার বাম পাশের কান পুরোটা কেটে যায় ও ডান পায়ের হাঁটুর নিচে রগ কেটে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। পরে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT