আজ বরিশালে আসছেন নব নিযুক্ত বিভাগীয় কমিশনার মো. শওকত আলী আজ বরিশালে আসছেন নব নিযুক্ত বিভাগীয় কমিশনার মো. শওকত আলী - ajkerparibartan.com
আজ বরিশালে আসছেন নব নিযুক্ত বিভাগীয় কমিশনার মো. শওকত আলী

4:12 pm , July 11, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ আজ বরিশালে আসছেন নব নিযুক্ত বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। বিকেলে তিনি বিমানযোগে বরিশাল পৌঁছাবেন বলে নিশ্চিত হওয়া গেছে। এর পর তিনি সদ্য বিদায়ী বিভাগীয় কমিশনার মোঃ আমিনুল আহসান এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। রাত ৮ টার  দিকে বরিশাল সার্কিট হাউজে এ সংবর্ধনার আয়োজন করেছে বরিশাল জেলা প্রশাসন। বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোহেল মারুফ বলেন, অনেকটা ঘরোয়াভাবে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। বিদায়ী স্যার সংবর্ধনা শেষে পরের দিন বরিশাল ত্যাগ করবেন এবং নতুন স্যার দায়িত্ব ভার গ্রহন করবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT