4:12 pm , July 11, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ আজ বরিশালে আসছেন নব নিযুক্ত বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। বিকেলে তিনি বিমানযোগে বরিশাল পৌঁছাবেন বলে নিশ্চিত হওয়া গেছে। এর পর তিনি সদ্য বিদায়ী বিভাগীয় কমিশনার মোঃ আমিনুল আহসান এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। রাত ৮ টার দিকে বরিশাল সার্কিট হাউজে এ সংবর্ধনার আয়োজন করেছে বরিশাল জেলা প্রশাসন। বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোহেল মারুফ বলেন, অনেকটা ঘরোয়াভাবে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। বিদায়ী স্যার সংবর্ধনা শেষে পরের দিন বরিশাল ত্যাগ করবেন এবং নতুন স্যার দায়িত্ব ভার গ্রহন করবেন।