জাতীয় নির্বাচন সামনে রেখে বরিশালে বিভাগ ও জেলা প্রশাসনে রদবদল চলছে জাতীয় নির্বাচন সামনে রেখে বরিশালে বিভাগ ও জেলা প্রশাসনে রদবদল চলছে - ajkerparibartan.com
জাতীয় নির্বাচন সামনে রেখে বরিশালে বিভাগ ও জেলা প্রশাসনে রদবদল চলছে

4:11 pm , July 11, 2023

বিশেষ প্রতিবেদক ॥ জাতীয় নির্বাচনের ছয় মাসেরও কম সময় অবশিষ্ট থাকতে বরিশালের বিভাগীয় কমিশনার ছাড়াও এ অঞ্চলের জেলা প্রশাসনে বড় পরিবর্তন শুরু হয়েছে। গত কয়েক মাসে এ অঞ্চলে বিভিন্ন জেলার পুলিশ ও প্রশাসনে পরিবর্তনের পরে গত সপ্তাহে বরিশালের বিভাগীয় কমিশনার বদল হয়েছে। চলতি সপ্তাহের প্রথম দিনেই বরিশাল, পটুয়াখালী ও বরগুনার জেলা প্রশাসক পদেও পরিবর্তন আনা হল। এনিয়ে ৬ জেলার ৪টিতেই রদবদল সম্পন্ন হল।
আগামী কিছুদিনের মধ্যে বরিশাল রেঞ্জ ও আওতাধীন জেলা পর্যায়ের পুলিশ প্রশাসনে পরিবর্তনেরও আভাস পাওয়া গেছে। এমনকি বরিশাল মহানগর পুলিশের বিভিন্ন পর্যায়েও পরিবর্তনের সম্ভবনার কথা জানিয়েছে একাধিক সূত্র।
গত বছর ৩ জানুয়ারী বরিশালের বিভাগীয় কমিশনার পদে অতিরিক্ত সচিব আমীন উল আহসান যোগদানের দেড় বছর পরেই মন্ত্রী পরিষদ বিভাগে বদলী করা হয় গত সপ্তাহে। আজ(বুধবার) তিনি বরিশালে দায়িত্ব বুঝিয়ে আগামী সপ্তাহে নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে জানা গেছে। অতিরিক্ত সচিব মোঃ শওকত আলী বরিশালের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে যোগ দেয়ার আগে মন্ত্রনালয়ে সংযুক্ত ছিলেন।
এদিকে গত রোববার মোঃ শহিদুল ইসলামকে বরিশালের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি উপ-সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন-এর স্থলাভিসিক্ত হবেন। বর্তমানে নারায়নগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম ইতোপূর্বে বরিশালে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবেও কর্মরত ছিলেন। মোঃ জাহাঙ্গীর হোসেন ইতোপূর্বে বরিশালের আরডিসি এবং গৌরনদীর ইউএনও হিসেব দায়িত্ব পালন করলেও এবারই মাত্র ৮ মাসেরও কম সময়ে তাকে বদলী হতে হল। জাহাঙ্গীর হোসেনকে জন প্রশাসন মন্ত্রনালয়ে উপ-সচিব হিসেব নিয়োগ দেয়া হয়েছে।
গত রোববার একই আদেশে মোঃ কুতুবুল আলমকে পটুয়াখালী ও মোঃ রফিকুল ইসলামকে বরগুনার জেলা প্রশাসক হিসেবে বদলী করা হয়েছে। গত ছয় মাসে বরিশাল বিভাগের আরো কয়েকটি জেলা ও পুলিশ প্রশাসনে রদবদল করা হয়েছে।
ওয়াকিবহাল মহলের মতে, নির্বাচনকে সামনে রেখে জেলা থেকে বিভাগ পর্যায়ে প্রশাসন ও পুলিশের গুরুত্বপূর্ণ পদে পছন্দনীয় ব্যাক্তিদের বসানোর লক্ষ্যে গত বছরের শেষভাগ থেকেই কার্যক্রম শুরু হয়েছে। আগামী দু এক মাসের মধ্যে এ কার্যক্রমের আওতায় অঘোষিতভাবেই সব জেলা ও বিভাগীয় প্রশাসন সহ মাঠ পর্যায়ে পুলিশ প্রশাসনেও রদবদল সম্পন্ন হতে পাড়ে বরে জানা গেছে।
তবে এ রদবদলকে সরকারের একাধিক সূত্র থেকে ‘রুটিন ওয়ার্ক’ হিসেবে অবহিত করে এর সাথে নির্বাচন বা অন্য কোন কিছুর সম্পর্ক নেই বলেও জানান হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT