4:10 pm , July 11, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের বোনের ছেলে (ভাগ্নে) বিএম কলেজ ছাত্রলীগের সাবেক নেতা আগৈলঝাড়ার রত্নপুর এলাকার হাফিজ তালুকদার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার ভোর ৫টায় বঙ্গবন্ধু শেখ মুুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি অবস্থায় তিনি মারা যান। কয়েকদিন আগে জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তার ডেঙ্গু শনাক্ত হয়। তিন মাস আগে হাফিজ তালুকদার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তিনি মা, ৪ভাই, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি সমবায় অধিদপ্তরে কর্মরত ছিলেন। গতকাল বাদ আছর জানাজা শেষে আগৈলঝাড়ার রত্নপুর এলাকায় পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য অত্যন্ত সদালাপি, পরোপকারি এবং হাস্যোজ্জল যুবক হিসেবে এলাকায় তার ব্যপক পরিচিতি ছিলো।