4:12 pm , July 10, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির ৩৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ কমিটির অনুমোদন দিয়েছেন। এতে আব্দুর রশিদ চৌধুরীকে আহবায়ক ও হাসানুজ্জামানকে সদস্য সচিব করা হয়। রোববার রাতে সদর রোড দলীয় কার্যালয়ে কমিটির তালিকা তুলে দেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহিদুর রহমান রিপন। কমিটিতে রফিকুল ইসলাম ও জিয়া উদ্দিন লিটন, হারুন মুন্সি, শহিদুল ইসলাম, মিন্টু গাজী ও সাহেব আলী লিটন যুগ্ম আহবায়ক এবং ২৫ জনকে সদস্য করা হয়েছে।