4:06 pm , July 10, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বিভাগীয় ক্রীড়া সংস্থা। গতকাল সোমবার বরিশাল সার্কিট হাউজে এ সংবর্দনা প্রদানকালে ৪৭জন কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার আনোয়ার হোসেন।
বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মুরশীদ আবেদিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল মারুফ, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মঞ্জুরুল আহসান ফেরদৌস।