ফেরি ও পন্টুনের মাঝ থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ ফেরি ও পন্টুনের মাঝ থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ - ajkerparibartan.com
ফেরি ও পন্টুনের মাঝ থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ

4:06 pm , July 10, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মায়ের সাথে নানা বাড়ী থেকে বাড়ী ফেরা হলো না শিশু মো. নয়নের (৭)। সোমবার সকালে ফেরি ও পন্টুনের মাঝে পড়ে বাকেরগঞ্জের তেতুলিয়া নদীতে নিখোঁজ রয়েছে বলে ফায়ার সার্ভিস ও স্বজনরা জানিয়েছে। নয়ন পিরোজপুরের বাসিন্দা লিটন হাওলাদারের ছেলে।
শিশুর মামা মাওলানা রেজাউল করিম বলেন, বাকেরগঞ্জের দক্ষিন কাজলাকাঠিতে তাদের বাড়ীতে এসেছিলো। দুপুরে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেয়। নেহালগঞ্জ ফেরিঘাট এলাকায় এসে গাড়ি ভাড়া দিচ্ছিলো তার মা। এ সময়ে ফেরিঘাটের পন্টুনের সাথে থাকা অকোজো ফেরিতে উঠতে যায় সে। পন্টুন ও ফেরির মাঝখানের ফাঁকা স্থান থেকে নদীতে পড়ে যায়। এরপর থেকে তার কোন খোঁজ নেই।
বরিশাল সদর ফায়ার সার্ভিসের ডুবুরী নজরুল ইসলাম বলেন, দুপুর দুইটা থেকে তারা সন্ধান করেও তাকে পাওয়া যায়নি। সন্ধ্যার পর অভিযান স্থগিত রেখেছেন বলে জানিয়েছেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT