4:23 pm , July 9, 2023

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়ার দক্ষিণ মিঠাখালী গ্রামে হেমায়েত মুন্সি নামে বৃদ্ধ এক কৃষকের পরিবারের লোকদের মিথ্যা মামলায় ফাঁসানোসহ নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে প্রতিপক্ষ চাচাতো ভাই রুস্তুম মুন্সির বিরুদ্ধে।
কৃষক হেমায়েত মুন্সি উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের মৃত আতাহার আলী মুন্সির ছেলে এবং প্রতিপক্ষ রুস্তুম মুন্সি একই গ্রামের মৃত আফজাল মুন্সির ছেলে।
ভুক্তভোগী হেমায়েত মুন্সি অভিযোগ করে বলেন, আমার চাচাতো ভাই রুস্তুম দাদা এরমান আলী মুন্সির ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি হতে নয় শতক জমি ভোগ দখলে বেশি রেখে উল্টো আমাকে সহ আমার ছেলে নাসির , ভাতিজা শাহ আলম ও নূর ইসলামের বিরুদ্ধে সম্প্রতি আদালতে গাছ কাটা মামলা দায়ের করেন। ওই মামলায় যে ঘটনা উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। স্থানীয় সালিশদাররা জমির পরিমাপ করলে রুস্তমের ভোগ দখলে নয় শতক জমি বেশি পাওয়া যায়। রুস্তম ওই জমি ছাড়বেনা বলে উল্টো মামলা দিয়ে হয়রানি করে আমাদের চাপে রাখছে।
এ বিষয় প্রতিপক্ষ রুস্তম মুন্সি বলেন, মাত্র একটি খতিয়ানের জমি পরিমাপ হয়েছে। তাতে দুই শতক জমি বেশি থাকলেও এখনো ৩-৪ টি খতিয়ানের জমি পরিমাপ হয়নি এবং একটি দলিলে ত্রুটি থাকায় ওই খতিয়ান গুলোতে পরবর্তীতে পরিমাপ করা হবে।