জেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত - ajkerparibartan.com
জেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

4:20 pm , July 9, 2023

পিআইডি ॥ জেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভা হয়েছে। রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। সভার শুরুতে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার, উপ-পুলিশ কমিশনার মো. ফজলুর করিম, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারসহ বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও পরিবহন মালিক সমিতির সদস্য উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় নগরের নথুল্লাবাদের রাস্তায় গাড়ি পার্কিং থাকায় যানজটের তৈরি হয়। এতে যাত্রীসাধারণের চলাচল করতে সমস্যা হয়। এজন্য যত্রতত্র গাড়ি পার্কিং না করার আহ্বান জানান জেলা প্রশাসক। এসময় ঢাকা বরিশাল রোডে চলাচলকারী বাস মালিক সমিতির সদস্যদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ভাঙ্গা থেকে বরিশালের রাস্তা বেশি প্রশস্ত নয়, তাই ওভারটেকিং ও দ্রুতগতিতে গাড়ি না চালানোর নির্দেশনা দেন তিনি। ফেসবুক হোয়াস্টঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিশোর কিশোরীরা বেশি অপকর্মে লিপ্ত হয়। এ বিষয়ে সন্তানদের প্রতি বাবা-মায়ের নজরদারি বাড়ানোর আহ্বান জানান উপ-পুলিশ কমিশনার ফজলুল করিম। তিনি বলেন, বিনা প্রয়োজনে রাতে শিক্ষার্থীরা বাইরে বের হতে পারবেন না। কারণ রাতে পুলিশ রাস্তায় টহল দিচ্ছে। পুলিশের চোখে পড়লে তাকে থানায় নিয়ে অভিভাবকদের ডেকে ছেড়ে দেওয়া হয়। এ সময় মসজিদে ইমাম সাহেবদের জুম্মা নামাজের আগে খুতবায় সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, হরতাল-মারামারি বিষয়ে বয়ান করার আহ্বান জানান জেলা প্রশাসক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT