4:19 pm , July 9, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাসের চাঁপায় বৃদ্ধার দেহ থেতলে গেছে বলে ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে। রোববার সকাল ৯টায় বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার কাছেমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগম (৬৫) কাছেমাবাদ গ্রামের আলতাফ ফকিরের ছেলে। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা বিপুল হোসেন জানান, মহাড়কের কাছেমাবাদ গ্রামের হরিসেনা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা ওই বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলো। এ সময় ঢাকা থেকে বরিশালগামী শ্যামলী পরিবহনের একটি বেপরোয়া গতির বাস তাকে চাঁপা দেয়। এতে বৃদ্ধার শরীর থেতলে গিয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, লাশ উদ্ধার করে মহাসড়ক পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর আধাঘন্টা যান চলাচল বন্ধ ছিলো। লাশ উদ্ধারের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। মহাসড়ক থানার এসআই তমাল সরকার বলেন, ঘাতক বাসটি পালিয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হবে। তাদের অভিযোগ না থাকলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।