ঝালকাঠিতে বিয়ের ৪দিনের মাথায় যুবকের গলায় ফাঁস ঝালকাঠিতে বিয়ের ৪দিনের মাথায় যুবকের গলায় ফাঁস - ajkerparibartan.com
ঝালকাঠিতে বিয়ের ৪দিনের মাথায় যুবকের গলায় ফাঁস

4:18 pm , July 9, 2023

ঝালকাঠি প্রতিবেদক ॥ নলছিটিতে বিয়ের চারদিনের মাথায় মো. বাবু(২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছেন বলে জানা গেছে। রবিবার সকালে উপজেলার পৌর এলাকার নান্দিকাঠি গ্রামের নিজ বাড়ী থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতের কোন এক সময় পৌর এলাকার নান্দিকাঠি গ্রামের বাসিন্দা মো. সেকান্দার আলী মৃধার বড়পুত্র নিজ বাড়ীর সামনে আম গাছের সাথে গলায় ফাঁস দেন। রবিবার সকালে গাছের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার স্বজনরা পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। প্রাথমিক সূরতহাল রিপোর্টে ধারনা করা হচ্ছে নিহত মো. বাবু আতœহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আতাউর রহমান।
তার বাবা সেকান্দার আলী মৃধা জানায়, বেশ কয়েকবছর ধরে আমার ছেলেটা মানষিক সমস্যায় ভুগছিল। এ নিয়ে তাকে বেশ কয়েকবার ডাক্তার দেখানো হয়েছে। ভেবেছিলাম বিয়ে করিয়ে দিলে সে ভালো হয়ে যাবে। আজকে সকালে তার হাতে মেহেদী লাগানোর কথা ছিল।
নিহত যুবকের সহকর্মী মো. হাফিজ জানান, সে আমাদের সাথেই ইমারত শ্রমিকের কাজ করতো। গত চারদিন আগে পাশের গ্রামে বিবাহ করেছিলেন। নলছিটি থানার ওসি মু.আতাউর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে, তার পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT