4:18 pm , July 9, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে নয়া আতংকের নামে রুপ নিয়েছে ডেঙ্গু। গত ২৪ ঘন্টায় বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে পূর্ববর্তী ২৪ ঘন্টার চেয়ে রোগীর সংখ্যা একটু কমলেও বেড়েছে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা। রোববার ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮ জন। শনিবার যে সংখ্যা ছিলো ১১০ জন। সে হিসাবে ২৪ ঘন্টায় রোগী কমেছে ১২ জন। অন্য দিকে আক্রান্ত রোগীর সংখ্যা কমলেও হাসপাতালগুলোতে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা। ৮ জুলাই বরিশাল বিভাগে হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা ছিলো ১৯৬ জন। কিন্তু ৯ জুলাই রোাববার এই সেংখ্যা বেড়ে দাড়ায় ২২৮ জনে। অর্থ্যাৎ ২৪ ঘন্টায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে পাদায় ৩২ জনে। এদিকে শেবাচিম হাসপাাতালে সর্ব শেষ ২৪ ঘন্টায় কিছুটা কমেছে ডেঙ্গু রোগী। শরিবার এই হাসপাতালে ৪৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হলেও রোববার তা কমে দাড়ায় ৪০ জনে।