ভাটিখানা থেকে ইয়াবাসহ আটক ২ ভাটিখানা থেকে ইয়াবাসহ আটক ২ - ajkerparibartan.com
ভাটিখানা থেকে ইয়াবাসহ আটক ২

4:15 pm , July 9, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ভাটিখানা থেকে ৪০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতাকে আটক হয়েছে। শনিবার দিনগত গভীর রাতে এ অভিযান করেছে কাউনিয়া থানা পুলিশ। আটককৃতরা হলো-ভাটিখানা কসাই বাড়ির মৃত মানিক হাওলাদারের ছেলে নিজাম হাওলাদার (৪৩) ও পান্থ সড়কের সারেও বাড়ীর রহমান বেপারীর ছেলে মনির বেপারী (২১)।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টায় ভাটিখানা পান্থ সড়ক পিয়ারা বেগমের বাসায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই বাসা থেকে ৪০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT