4:13 pm , July 9, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদী পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওয়ার্ড কাউন্সিলরের পাশের ঘরে রহস্যজনক বিস্ফোরনের ঘটনায় এক তরুন গুরুতর আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রোববার দুপুরে গৌরনদী পৌরসভার গোবর্দ্ধন এলাকার বাসিন্দা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান শামীমের চাচাতো ভাই নাজমুল সরদারের পরিত্যক্ত টিনের ঘরে এ ঘটনা ঘটেছে। মুমুর্ষ অবস্থায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে রিফাত মৃধা (২২)। সে বরিশাল নগরীর সাধুর বটতলা এলাকার সোহেল মৃধার ছেলে।
গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, কাউন্সিলর ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামীমের ঘরের পাশে একটি পরিত্যক্ত টিনের ঘর রয়েছে। সেই ঘরে বিস্ফোরন ঘটেছে। এতে একজন আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি সিলিন্ডার ও বিস্ফোরকসহ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। কিভাবে বিস্ফোরন ঘটেছে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত না করে নিশ্চিত বলতে পারবো না।
ওসি আফজাল বলেন, আহত ছেলেটা বরিশালের বাসিন্দা। তার সম্পর্কে বেশি কিছু জানি না। টোকাই শ্রেনীর বলে ধারনা করা হচ্ছে।
আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান শামীম বলেন, আমি বাসায় ছিলাম না। নামাজ পড়ার জন্য মোবাইল ফোন অফ করে রেখেছিলাম। দুই তিন ঘন্টা পর চালু করার বিষয়টি শুনতে পেয়ে বাসায় এসে দেখি র্যাব-পুলিশ ঘিরে রয়েছে।
শামীম বলেন, তার চাচাতো ভাই ঢাকায় থাকে। ওই ঘরটি পরিত্যক্ত ছিলো। চোর না টোকাই বলতে পারবো না। ঘর থেকে বিস্ফোরনের শব্দ হয়েছে। পরে ছেলেটাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, কাউন্সিলর শামীমের গোবর্দ্ধন গ্রামের বাড়িতে রবিবার দুপুরে রহস্যজনক বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। বোমা বিস্ফোরনের শব্দ পেয়ে কয়েকজন ছুটে যান। তারা সেখানে গিয়ে একজন দগ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. টিপু সুলতান বলেন, আহতের শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন থেকে সরকার দলীয় অভ্যন্তরীন বিরোধের জেরধরে রাতের আধাঁরে একাধিকবার প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে।