স্বরূপকাঠিতে বাড়ছে ডেঙ্গু রোগী স্বরূপকাঠিতে বাড়ছে ডেঙ্গু রোগী - ajkerparibartan.com
স্বরূপকাঠিতে বাড়ছে ডেঙ্গু রোগী

4:33 pm , July 8, 2023

স্বরূপকাঠি(পিরোজপুর) প্রতিনিধি ॥ স্বরূপকাঠিতে দিন দিন বেড়েই চলছে ডেঙ্গুর প্রভাব। শুক্রবারও ৬ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। গতকাল শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এরমধ্যে ১৪ জন সুস্থ্য হয়ে বাড়ী ফিরলেও এখনো ১৬ জন রোগী ভর্তি রয়েছে বলে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার বলদিয়া ইউনিয়নে রোগীর সংখ্যা বেশি। অতি বৃষ্টির কারনে গোটা উপজেলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিলাঞ্চল খ্যাত বলদিয়া পশ্ববর্তী উপজেলা নাজিরপুর ও বানারীপাড়ার রোগীরাও আসছে। তিনি বলেন, ওই অঞ্চলে জমিতে দীর্ঘদিন পানি থাকায় এডিস মশার উৎপত্তি হতে পারে। তাছাড়া ঈদে ঢাকা থেকে অনেক ডেঙ্গু রোগী ওইসব এলাকায় আসার কারণেও প্রভাব বেড়েছে। ডেঙ্গু রোগীদের আলাদা রাখার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থা না থাকায় ওয়ার্ডের মধ্যেই মশারী টানিয়ে রোগীদের রাখা হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT