4:31 pm , July 8, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ গত ৭ জুলাই শুক্রবার সন্ধ্যায় বরিশালের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দিশা বাংলাদেশ’ হলরুমে মুক্তবুলি ম্যাগজিন ২৮তম (জুলাই-আগস্ট ২০২৩) সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।
অনুষ্ঠানে এই ম্যাগাজিনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন নব্বই দশকের খ্যাতিমান কবি নয়ন আহমেদ, অধ্যাপক মাহবুবুল হক, কবি পথিক মোস্তফা, মো. জিয়াউল হক, কবি মাহবুব রহমান, কবি আবদুর রহমান কবির, কবি সজিব তাওহীদ, কবি হাসান লেলিন, গবেষক মাহমুদ ইউসুফ, সাংবাদিক আরিফ আহমেদ, কবি শাহরিয়ার মাসুম, কবি জিল্লুর রহমান জিল্লু ও মুক্তবুলি সম্পাদক আযাদ আলাউদ্দীন।
অনুষ্ঠানে কবি নয়ন আহমেদের সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত কবি, সাহিত্যিক ও লেখকরা।
এবারের সংখ্যায় আলোকপাত করা হয়েছে নব্বই দশকের নিভৃতচারী, শুদ্ধতম সাধক কবি নয়ন আহমেদ কে নিয়ে। কবি নয়ন আহমেদের সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে বৈচিত্রময় প্রবন্ধ, স্মৃতিচারণ ও বুক রিভিউ লিখেছেন- আশির দশকের কবি হাসান আলীম, ড. মাহফুজুর রহমান আখন্দ, ড. ফজলুল হক তুহিন, কবি আল হাফিজ, কবি ফিরোজ মাহমুদ, কবি পথিক মোস্তফা, কথাসাহিত্যিক কাওসার আহমেদ, সাংবাদিক আযাদ আলাউদ্দীন প্রমুখ। সংখ্যাটি সংগ্রহ করতে আগ্রহীগণ- যোগাযোগ করুন ০১৭৮৮৭৭০০৬৩ নম্বরে। প্রতিকপির মূল্য ৫০ টাকা।